ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের (NFL) বিভিন্ন শাখাতে নন - এক্সিকিউটিভ পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 03/2021। আবেদন করতে হবে অনলাইনে NFL এর অফিসিয়াল ওয়েবসাইটে ১০ নভেম্বর, ২০২১ (বিকেল ৫:৩০টা) এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি-  Advertisement

আবেদনের অফিসিয়াল লিঙ্ক-  Apply Online

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (প্রোডাকশন)
শূন্যপদ - ৮৭টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর (এসসি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) সহ ফিজিক্স/কেমিস্ট্রি/ম্যাথমেটিক্স এ বি.এসসি ডিগ্রী অথবা কমপক্ষে ৫০% নম্বর (এসসি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
পে স্কেল - ২৩,০০০/- - ৫৬,৫০০/- টাকা

২) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইনস্ট্রুমেন্টেশন)
শূন্যপদ - ১৫টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর (এসসি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) সহ ইনস্ট্রুমেন্টেশন এ ৩ বছরের ডিপ্লোমা বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন/ প্রসেস কন্ট্রোল ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল/অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল এ ডিপ্লোমা থাকতে হবে।
পে স্কেল - ২৩,০০০/- - ৫৬,৫০০/- টাকা

৩) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর (এসসি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) সহ ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
পে স্কেল - ২৩,০০০/- - ৫৬,৫০০/- টাকা

৪) অ্যাটেনডেন্ট (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১৯টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর (এসসি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) সহ মাধ্যমিক এবং আই টি আই (ইলেকট্রিশিয়ান) পাশ হতে হবে।
পে স্কেল - ২১,৫০০/- - ৫২,০০০/- টাকা

৫) অ্যাটেনডেন্ট (মেকানিকাল) 
ফিটার
শূন্যপদ - ১৭টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর (এসসি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) সহ মাধ্যমিক এবং আই টি আই (ফিটার) পাশ হতে হবে।
পে স্কেল - ২১,৫০০/- - ৫২,০০০/- টাকা

৬) লোকো অ্যাটেনডেন্ট (গ্রেড III)
শূন্যপদ - ১৯টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর (এসসি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) সহ মাধ্যমিক/এস এস এল সি/এস এস সি এবং মেকানিক ডিজেল ট্রেডে আই টি আই পাশ হতে হবে অথবা মাধ্যমিক/এস এস এল সি/এস এস সি এবং মেকানিক ডিজেল ট্রেডে NAC পাশ হতে হবে।
পে স্কেল - ২১,৫০০/- - ৫২,০০০/- টাকা

৭) লোকো অ্যাটেনডেন্ট (গ্রেড II)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর (এসসি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) সহ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
পে স্কেল - ২১,৫০০/- - ৫২,০০০/- টাকা

৮) মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ
শূন্যপদ - ১৫টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর (এসসি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) সহ এগ্রিকালচারে বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
পে স্কেল - ২৪,০০০/- - ৬৭,০০০/- টাকা

বয়স - ৩০ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

নির্বাচন পদ্ধতি


অনলাইনে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে NFL এর অফিসিয়াল ওয়েবসাইটে ১০ নভেম্বর, ২০২১ (বিকেল ৫:৩০টা) এর মধ্যে।

আবেদনের অফিসিয়াল লিঙ্ক-  Apply Online


আবেদন ফি ২০০/- টাকা।  আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NFL এর অফিসিয়াল ওয়েবসাইট - www.nationalfertilizers.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ