ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার ন্যাশানাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ করা হবে এই সকল পোস্টে- অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার এবং টেকনিশিয়ান। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ৩০/২০২১।   আবেদন করতে হবে অনলাইনে ৯ জুলাই, ২০২১ এর মধ্যে ন্যাশানাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

(১)অফিস অ্যাসিস্ট্যান্ট Office Assistant (Grade-III) – উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ৯ জুলাই, ২০২১ অনুযায়ী ২৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য। সংরক্ষিত শ্রেণীর ছেলেমেয়েরা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ কম্পিউটারে টাইপ করার স্পিড থাকা চাই। শূন্যপদ ১ টি। মাসিক বেতনক্রম ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। শুরুতে মাসিক  বেতন প্রায় ৩০ হাজার টাকা।

(২)জুনিয়র স্টেনোগ্রাফার – উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ৯ জুলাই, ২০২১ অনুযায়ী ২৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য। সংরক্ষিত শ্রেণীর ছেলেমেয়েরা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। শর্টহ্যান্ডে প্রতি মিনিতে ৮০ টি শব্দের স্পিড থাকা চাই। শূন্যপদ ১ টি। মাসিক বেতনক্রম ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা। শুরুতে মাসিক  বেতন প্রায় ৪০ হাজার টাকা।

(৩) টেকনিশিয়ান এ Technician ‘A’ (Carpenter/Sheet Metal)- মাধ্যমিক এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশরা ৯ জুলাই, ২০২১ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য। সংরক্ষিত শ্রেণীর ছেলেমেয়েরা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।২ বছরের আই টি আই কোর্স করা থাকলে ১ বছর কাজের অভিজ্ঞতা এবং ১ বছরের আই টি আই কোর্স করা থাকলে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।   শূন্যপদ ৩ টি। মাসিক বেতনক্রম ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। শুরুতে মাসিক  বেতন প্রায় ৩০ হাজার টাকা।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ৯ জুলাই, ২০২১ এর মধ্যে ন্যাশানাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদনের লিঙ্ক- CLICK HERE

আবেদনের ফি ২০০ টাকা। এস সি / এস টি / প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থী দের কোনও আবেদনের ফি লাগবে না। পরীক্ষার অ্যাডমিট কার্ড ই মেলের মাধ্যমে পাঠানো হবে। তাই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই ই মেল আই ডি টি ঠিকঠাক রাখবেন।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- https://ncsm.gov.in/recruitment/ । 

 

 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ