ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) এ অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - F.17.04/2021-22/DCD&D। আবেদন করতে হবে অনলাইনে ১৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) অফিস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - যে কোন শাখাতে গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা

আবেদনের ফর্ম পাবেন এই লিঙ্কে- click here

২) অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা -  যে কোন শাখাতে গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা

আবেদনের ফর্ম পাবেন এই লিঙ্কে- click here


৩) সিনিয়র কনসালট্যান্ট (অ্যাকাডেমিক)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সায়েন্স/স্ট্যাটিসটিক্স/ম্যাথমেটিক্স/কমার্স/সোশ্যাল সায়েন্স/হিউম্যানিটিস/এডুকেশন/সাইকোলজি/কম্পিউটার সায়েন্স - যে কোন একটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স -  বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৬০,০০০/- টাকা

আবেদনের ফর্ম পাবেন এই লিঙ্কে- click here

৪) কনসালট্যান্ট (অ্যাকাডেমিক)
শূন্যপদ - ২৯টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সায়েন্স/স্ট্যাটিসটিক্স/ম্যাথমেটিক্স/কমার্স/সোশ্যাল সায়েন্স/হিউম্যানিটিস/এডুকেশন/সাইকোলজি/কম্পিউটার সায়েন্স - যে কোন একটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৪৫,০০০/- টাকা

আবেদনের ফর্ম পাবেন এই লিঙ্কে- click here

৫) প্রোজেক্ট অ্যাসোসিয়েট/সার্ভে অ্যাসোসিয়েট/সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ স্ট্যাটিসটিক্স/ম্যাথমেটিক্স/কমার্স/ইকোনমিকস/এডুকেশন - যে কোন একটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৩০,০০০/- টাকা

আবেদনের ফর্ম পাবেন এই লিঙ্কে- click here

৬) জুনিয়র প্রোজেক্ট ফেলো
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর (এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৫০% নম্বর) সহ সায়েন্স/স্ট্যাটিসটিক্স/ম্যাথমেটিক্স/কমার্স/সোশ্যাল সায়েন্স/হিউম্যানিটিস/এডুকেশন/সাইকোলজি/কম্পিউটার সায়েন্স - যে কোন একটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
এসসি/এসটি/মহিলার ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।
যারা ইতিমধ্যেই ২ বছর ৬ মাস কাউন্সিলে JPF হিসেবে কর্মে যুক্ত আছেন তারা আবেদন করতে পারবেন না।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা (NET কোয়ালিফায়েড)
২৩,০০০/- (NET বিহীন)

আবেদনের ফর্ম পাবেন এই লিঙ্কে- click here

চুক্তিভিত্তিক হিসেবে এই নিয়োগ করা হবে।

নির্বাচন পদ্ধতি


আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। চূড়ান্ত পর্যায়ের নির্বাচনের জন্য সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ অনলাইন/অফলাইন হবে সেটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে প্রার্থীদের ইমেল আইডি তে জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট পোস্টের জন্য দেওয়া নির্দিষ্ট গুগল ফর্মের লিঙ্কের মাধ্যমে (ওপরে প্রতিটি পোস্টের ক্ষেত্রে আবেদনের ফর্ম এর লিঙ্ক দেওয়া আছে) ১৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

ইন্টারভিউ এর জন্য ফর্মের প্রিন্ট আউট কপি ও অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সাথে রাখতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCERT এর অফিসিয়াল ওয়েবসাইট - ncert.nic.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ