ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : এনবিসিসি ইন্ডিয়া লিমিটেডে মার্কেটিং এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 21/2021। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৩ জানুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে।

শূন্যপদ - ১২টি [OBC(NCL) - 5,SC - 3, ST - 1, EWS - 3]


যোগ্যতা - ফুল টাইম এমবিএ অথবা কমপক্ষে ৬০% নম্বর (এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৫৫% নম্বর) সহ মার্কেটিং এ স্পেশালাইজড যুক্ত ম্যানেজমেন্টে দুই বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ৪২,৫০০/- টাকা

নির্বাচন পদ্ধতি


শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা প্রভৃতির উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে চূড়ান্ত পর্যায়ের জন্য।

 

# Job Description Publish Date Last Date Description
1 APPLICATIONS ARE INVITED IN PRESCRIBED PROFORMA FOR APPOINTMENT OF "MARKETING EXECUTIVE” ON CONTRACT BASIS FOR A PERIOD OF TWO YEARS - Advt No. 21/2021. 15-12-2021 13-01-2022 05:00 PM Download

 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৩ জানুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে। আবেদন পত্র NBCC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nbccindia.in থেকে ডাউনলোড করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্যাদি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' CHIEF GENERAL MANAGER (HRM), NBCC (I) LTD, NBCC BHAVAN, 2nd FLOOR, CORPORATE OFFICE, NEAR LODHI HOTEL, LODHI ROAD, NEW DELHI - 110003 '।

আবেদন ফি ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন ফি জমা করতে লাগবে না। আবেদন ফি জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট করতে হবে এই ঠিকানায় - ' in favor of " NBCC (India) Limited " payable at New Delhi '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NBCC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nbccindia.in  অথবা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে - talent@nbccindia.com।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ