ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত সংস্থা মহানদী কোলফিল্ডস লিমিটেডে মোট ৪৬ টি শূন্যপদে নার্স, ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে। এই নিয়োগের রেফারেন্স নম্বর - MCL HQ/Recruitment/Contractual/2021/833 । 

আবেদন করতে হবে ই-মেলের মাধ্যমে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২০ মে, ২০২১।

পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা
  
                   নার্স

যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান  থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং নার্সিং এর "A" গ্রেড  ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য। নার্সিং কলেজের ফাইনাল বর্ষের শিক্ষার্থী বা যাদের ফাইনাল বর্ষ শেষ হতে চলেছে, তারা-ও এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। 

               ফার্মাসিস্ট

সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাশ এবং  বৈধ রেজিষ্ট্রেশন সহ ফার্মেসিতে ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য। 

          ল্যাব টেকনিশিয়ান


যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ল্যাব টেকনিশিয়ানের ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য। 

                 বয়স

বয়স হতে হবে ২০ মে, ২০২১ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে। 
                 

শূন্যপদ ও বেতন

নার্স ও ফার্মাসিস্ট পদে মাসিক বেতন ৩৫,০০০ টাকা। ল্যাব টেকনিশিয়ান পদে মাসিক বেতন ৩২,৫০০ টাকা। শূন্যপদ- নার্স- ৩৮ টি, ফার্মাসিস্ট - ৮ টি । ল্যাব টেকনিশিয়ান -৮ টি। 

             নিয়োগ পদ্ধতি


বাছাই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ হওয়ার সম্ভাব্য তারিখ ২৪ মে, ২০২১। যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউতে পাওয়া নম্বরের ভিত্তিতে ফাইনাল মেধা তালিকা তৈরি করা হবে। যদি দু'জন প্রার্থী একই নম্বর পাওয়ায় নির্বাচনে সমস্যা হয় তাহলে প্রথমে বয়সের হিসেবে বিবেচিত হবে। যিনি বয়সে বড়ো তাকে আগে গুরুত্ব দেওয়া হবে। তারপর মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের হিসেবে গুরুত্ব পাবে।

নিয়োগ হবে চুক্তির (৩১ মার্চ, ২০২২ পর্যন্ত) ভিত্তিতে। তবে নিয়োগের ৬ মাস পর এই পোস্টের প্রয়োজনীয়তা বিবেচনা করা হবে। 

          আবেদন পদ্ধতি 

প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে ২০ মে, ২০২১ বিকেল ৫ টার আগে ই-মেল এর মাধ্যমে। আবেদন পত্রের বয়ান পাওয়া যাবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। কোনও আবেদন ফি নেই।

আবেদন এর ই-মেল আই ডি- recruitment.mcl@coalindia.in। 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন সংস্থার সহায়তা নম্বরে (0663-2542429)  বা দেখতে হবে অফিসিয়াল ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ