ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ''CENTRAL RESEARCH INSTITUTE FOR JUTE & ALLIED FIBRES'' এ (পাট গবেষণা কেন্দ্র)  'প্রোজেক্ট অ্যাসোসিয়েট -১' এবং 'ফিল্ড ওয়ার্কার' পদে কর্মী নিয়োগ করা হবে (F.No. 18-17/DST-Seed/2021-22/ )। 

আবেদন করতে হবে অনলাইনে ৩১ মে, ২০২১ এর মধ্যে। 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচরাল বা এগ্রিকালচারাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট রা আবেদনের যোগ্য। ডেটা ম্যানেজমেন্ট এবং ই লার্নিং মডিউলে জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। মাসিক বেতন ৩১,০০০ টাকা (নেট / গেট / জাতীয় স্তরের পরীক্ষার মাধ্যমে যারা নির্বাচিত হবেন) বা ২৫,০০০ টাকা (অন্যান্য দের ক্ষেত্রে)। বেতনের সাথে HRA দেওয়া হবে। 

           ফিল্ড ওয়ার্কারস


যে কোনও শাখায় গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য। এগ্রিকালচার বিষয়ে গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশানে জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। তবে নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।  মাসিক বেতন ১৫,০০০ টাকা। 

           নির্বাচন পদ্ধতি 

অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে Google Meet-এ। ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ ০৮/০৬/২০২১। আবেদন পত্রের যোগ্যতার নিরিখে অনলাইন ইন্টারভিউয়ের জন্য মোট দশজন ডাক পাবেন। এরপর ইন্টারভিউ থেকে নিবার্চিত প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে ৬ মাসের চুক্তিতে নিয়োগ হলেও কাজের দক্ষতার ভিত্তিতে এই চুক্তির মেয়াদ সর্বাধিক ৩ বছর পর্যন্ত বাড়তে পারে। 

         আবেদন পদ্ধতি 

নির্দিষ্ট বয়ানে ই মেলের মাধ্যমে আবেদন করতে হবে। ই মেলের ঠিকানা - interviewatcrijaf@gmail.com।

আবেদনের প্রতিটি ধাপ

১) প্রথমে আবেদনপত্র টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

২) এরপর আবেদনপত্র পুরন করে স্ক্যান করে নিতে হবে। পাশাপাশি, যোগ্যতা ও অভিজ্ঞতার সমস্ত সার্টিফিকেট এর জেরক্স এ সেলফ অ্যাটেসটেড করার পর স্ক্যান করে নিন।

৩) এবার সব স্ক্যান কপির ১ টি পি ডি এফ ফাইল  তৈরি করে নিন। ফাইলটির নামকরণ করতে হবে আবেদনকারীর নাম ও জন্ম তারিখ অনুযায়ী (like shyamkumar1990 where Shyam Kumar is full name and year of birth is
1990)। 

ই মেল করতে হবে ৩১ মে, ২০২১, বিকেল ৫ টার মধ্যে। ই মেল এর বডি তে অ্যাড্রেস করতে হবে এই নামে-   the Director, ICAR-CRIJAF, Barrackpore। অবশ্যই মনে করে মেল এর মধ্যে পি ডি এফ ফাইল টি অ্যাটাচ করবেন। 

         

বাছাই প্রার্থীরা ই মেলে ৫ জুন, ২০২১ এ অনলাইন ইন্টারভিউয়র লিঙ্ক ও সংশ্লিষ্ট তথ্য পাবেন।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ