ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ জওয়া মোটর সাইকেল এর অথারাইজড ডিলারস এ (বীরভূম রামপুরহাট) বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। সেলস  ডিপার্টমেন্ট এ নিয়োগ করা হবে এই সমস্ত পোস্টে - সেলস ম্যানেজার, সেলস একজিকিউটিভ, আর টি ও, সি আর ই (কেবলমাত্র মহিলা দের জন্য)। সার্ভিস ডিপার্টমেন্ট এ নিয়োগ করা হবে এই সমস্ত পোস্টে - সার্ভিস ম্যানেজার, পার্টস ম্যানেজার, অ্যাডভাইজার / সুপারভাইজার, টেকনিশিয়ান। 

সি ভি পাঠাতে হবে এই মেল আই ডি তে - aryamanautomobile@gmail.com। মেল এর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করেছেন উল্লেখ করে দেবেন। অটোমোবাইল শিল্পে সংশ্লিষ্ট পোস্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সেলস ম্যানেজার পোস্টের ক্ষেত্রে ৭ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। 

আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই মোবাইল নম্বরে - ০৭৭৯৭৪২৫৭৭৪। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ