ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2021। কলকাতার হেড অফিসে পোস্টিং হবে। 

আবেদন করতে হবে অনলাইনে JCI এর অফিসিয়াল  ওয়েবসাইটে ১৩ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১১টি (UR - 5, SC - 2, ST - 1, OBC(NCL) - 2, EWS - 1)
যোগ্যতা - যে কোনও শাখায় গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৪০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা সহ MS Word ও Excel এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২১,৫০০/- টাকা - ৮৬,৫০০/- টাকা

২) জুনিয়র ইন্সপেক্টর
শূন্যপদ - ৪০টি (UR - 18, SC - 5, ST - 2, OBC(NCL) - 11, EWS - 4)
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে (purchase / sale of raw jute; its grading and assorting /
bailing / storage / transportation) ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২১,৫০০/- টাকা - ৮৬,৫০০/- টাকা


৩) অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ - ১২টি (UR - 7, SC - 1, OBC(NCL) - 3, EWS - 1)
যোগ্যতা - বি.কম ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা অথবা, স্পেশাল সাবজেক্ট হিসেবে অ্যাডভান্স অ্যাকাউন্টটেন্সি ও অডিটিং সহ এম.কম ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৮,৬০০/- টাকা - ১,১৫,০০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই এসসি র জন্য ৫ বছর, ওবিসি এর জন্য ৩ বছর, প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর এবং অন্যান্য নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্ক

 
 

নির্বাচন পদ্ধতি


অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষার সময় সীমা ৯০মিনিট। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। কোনো নেগেটিভ মার্কিং নেই। ইংরেজি এবং হিন্দি এই দুটি ভাষায় প্রশ্ন পত্র করা হবে। নির্বাচিত প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা (নিজের খরচে) দিতে হবে। কেবল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট দিতে হবে।

পরীক্ষার দিন নির্ধারিত হলে তা পরবর্তীকালে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে JCI এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.jutecorp.in/  এ ১৩ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

আবেদন ফি ২০০/- টাকা। এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে লাগবে না। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন JCI এর অফিসিয়াল ওয়েবসাইট  https://www.jutecorp.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ