ভারতীয় নৌ বাহিনীতে শর্ট সার্ভিস কমিশনে অফিসার পদে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় নৌ বাহিনীতে শর্ট সার্ভিস কমিশন (SSC) অফিসার পদে নিয়োগ করা হবে। এস এস সি এর অন্তর্গত এক্সটেন্ডেড এন ও সি এবং রেগুলার এন ও সি কোর্সে ট্রেনিং দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে ৫ অক্টোবর, ২০২১ এর মধ্যে।
ট্রেনিং দেওয়া শুরু হবে ২০২২ এর জুন মাস থেকে। প্রবেশন পিরিয়ড হল - ২ বছর। অবিবাহিত পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
ক)এক্সটেন্ডেড নেভাল ওরিয়েন্টেশন কোর্স - জেনারেল সার্ভিস (এক্সিকিউটিভ) [GS (X)/হাইড্রোগ্রাফি]
খ) নেভাল ওরিয়েন্টেশন কোর্স (NOC) রেগুলার - এয়ার ট্রাফিক কন্ট্রোলার/অবজারভার/পাইলট/লজিস্টিকস/এডুকেশন/টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল)/নেভাল আর্কিটেক্ট
এক্সিকিউটিভ ব্রাঞ্চের অন্তর্গত হল -
১) জেনারেল সার্ভিস [GS (X)/হাইড্রো ক্যাডার]
শূন্যপদ - ৪৫ (হাইড্রো - ২) (কেবল পুরুষ)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/ বি.টেক পাশ হতে হবে।
বয়সসীমা - জন্মতারিখ হতে হবে, ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ এর মধ্যে।
২)এয়ার ট্রাফিক কন্ট্রোলার(ATC)
শূন্যপদ - ৪ (মহিলা এবং পুরুষ)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/ বি.টেক পাশ হতে হবে। (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০%নম্বর সহ দুটি ক্ষেত্রেই বিষয় হিসেবে ইংরেজিতে ৬০% নম্বর থাকা আবশ্যিক)
বয়সসীমা - জন্মতারিখ হতে হবে, ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জুলাই, ২০০১ এর মধ্যে।
৩) অবজারভার
শূন্যপদ - ৮ (সর্বোচ্চ মহিলা ৩)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/ বি.টেক পাশ হতে হবে। (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০%নম্বর সহ দুটি ক্ষেত্রেই বিষয় হিসেবে ইংরেজিতে ৬০% নম্বর থাকা আবশ্যিক)
বয়সসীমা - জন্মতারিখ হতে হবে, ২ জুলাই, ১৯৯৮ থেকে ১ জুলাই, ২০০৩ এর মধ্যে।
৪) পাইলট
শূন্যপদ - ১৫ (সর্বোচ্চ মহিলা ৩)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/ বি.টেক পাশ হতে হবে। (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০%নম্বর সহ দুটি ক্ষেত্রেই বিষয় হিসেবে ইংরেজিতে ৬০% নম্বর থাকা আবশ্যিক)
বয়সসীমা - জন্মতারিখ হতে হবে, ২ জুলাই, ১৯৯৮ থেকে ১ জুলাই, ২০০৩ এর মধ্যে।
৫) লজিস্টিকস
শূন্যপদ - ১৮ (সর্বোচ্চ মহিলা ৬)
যোগ্যতা - প্রথম শ্রেণীর বি.ই/ বি.টেক/এমবিএ/বি.এসসি/বি.কম/বি.এসসি(আই টি) সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ফাইন্যান্স/লজিস্টিকস/সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/মেটেরিয়াল ম্যানেজমেন্ট/এমসিএ/এম.এসসি (আই টি) তে ফার্স্ট ক্লাস থাকতে হবে।
বয়সসীমা - জন্মতারিখ হতে হবে, ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ এর মধ্যে।
এডুকেশন ব্রাঞ্চের অন্তর্গত হল -
৬) এডুকেশন
ক) বি.এসসি ডিগ্রীতে ভৌতবিজ্ঞান সহ গণিত/অপারেশনাল রিসার্চে প্রথম শ্রেণীর এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
শূন্যপদ - ৪
খ) বি.এসসি ডিগ্রীতে গণিত সহ ভৌতোবিজ্ঞান/অ্যাপ্লাইড সায়েন্সে প্রথম শ্রেণীর এম.এসসি ডিগ্রী থাকতে হবে।
শূন্যপদ - ৪
গ) কমপক্ষে ৫৫% নম্বর সহ ইতিহাসে এম.এ ডিগ্রী থাকতে হবে।
শূন্যপদ - ১
ঘ) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস/ইলেকট্রিক্যাল - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
শূন্যপদ - ২
ঙ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
শূন্যপদ - ২
চ) কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ইনফরমেশন সিস্টেমস এ কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
শূন্যপদ - ৫
মহিলা এবং পুরুষ উভয় ক্ষেত্রেই।
(মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০%নম্বর সহ দুটি ক্ষেত্রেই বিষয় হিসেবে ইংরেজিতে ৬০% নম্বর থাকা আবশ্যিক)
বয়সসীমা - জন্মতারিখ হতে হবে, ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জুলাই, ২০০১ এর মধ্যে।
টেকনিক্যাল ব্রাঞ্চের অন্তর্গত হল -
৭) ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস)
শূন্যপদ - ২৭ (পুরুষ)
যোগ্যতা - অ্যারোনটিক্যাল/অ্যারোস্পেস/অটোমোবাইলস/কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট/ইন্সট্রুমেন্টেশন/ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/মেকানিক্যাল/মেকানিক্যাল উইথ অটোমেশন/মেরিন/মেকাট্রনিকস/মেটালার্জি/প্রোডাকশন - এ কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা - জন্মতারিখ হতে হবে, ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ এর মধ্যে।
৮) ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস)
শূন্যপদ - ৩৪ (পুরুষ)
যোগ্যতা - ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন (AEC)/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/টেলিকমিউনিকেশন /ইন্সট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/পাওয়ার ইঞ্জিনিয়ারিং/পাওয়ার ইলেকট্রনিক্স এ কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা - জন্মতারিখ হতে হবে, ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ এর মধ্যে।
৯) নেভাল আর্কিটেক্ট (NA)
শূন্যপদ - ১২ (মহিলা এবং পুরুষ)
যোগ্যতা - অ্যারোনটিক্যাল/অ্যারোস্পেস/সিভিল/মেকানিক্যাল/মেকানিক্যাল উইথ অটোমেশন/মেরিন ইঞ্জিনিয়ারিং/মেটালার্জি/নেভাল আর্কিটেকচার/ওশিয়ান ইঞ্জিনিয়ারিং/শিপ টেকনোলজি/ শিপ বিল্ডিং/শিপ ডিজাইন এ কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা - জন্মতারিখ হতে হবে, ২ জুলাই, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ এর মধ্যে।
প্রতিটি ক্ষেত্রেই চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরাও আবেদনের যোগ্য।
নির্বাচন পদ্ধতি
ডিগ্রীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের নির্বাচিত করা হবে। নির্বাচিত আবেদনকারীদের এস এস বি (SSB) এর ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ দেওয়ার পরবর্তী কালে যারা নির্বাচিত হবে তাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে।
এই সকল ধাপের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে। তবে এস এস বি এর পক্ষ থেকে এক্সটেন্ডেড এন ও সি এবং রেগুলার এন ও সি এর দুটি পৃথক মেধা তালিকা তৈরী করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে ৫ অক্টোবর, ২০২১ এর মধ্যে। ওয়েবসাইটটি হল - www.joinindiannavy.gov.in ।
আবেদন করার আগে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদনের সময় সকল প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যের অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড করতে হবে।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট - www.joinindiannavy.gov.in ।