ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: ভারতীয় নৌবাহিনীতে ২৫০০ নাবিক (ARTIFICER APPRENTICE (AA) & SENIOR SECONDARY RECRUITS (SSR) - AUG 2021 BATCH) নিয়োগ  করা হবে। এর মধ্যে ARTIFICER APPRENTICE পদে ৫০০ এবং SENIOR SECONDARY RECRUITS পদে ২০০০ টি শূন্যপদ আছে। প্রায় ১০,০০০ জন প্রার্থী লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় ডাক পাবেন। লিখিত  পরীক্ষায় বসার নূন্যতম নম্বর রাজ্য অনুসারে ভিন্ন ভিন্ন হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

 (১) ARTIFICER APPRENTICEঃ যে কোন ও স্বীকৃত  বিদ্যালয় থেকে  অন্তত ৬০% নম্বর সহ ১০+২ পরীক্ষায় পাশ করতে হবে।সেইসঙ্গে অঙ্ক এবং ফিজিক্স থাকা বাধ্যতামূলক এবং তার সঙ্গে কেমিস্ট্রি, বায়োলজি, বা কম্পিউটার সায়ন্সের মধ্যে অন্তত যে-কোনো একটি বিষয় থাকতেই হবে।
 (২) 'SENIOR SECONDARY RECRUITSঃ  যে কোন ও স্বীকৃত  বিদ্যালয় থেকে ১০+২ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অঙ্ক এবং ফিজিক্স থাকা বাধ্যতামূলক। সেইসঙ্গে কেমিস্ট্রি, বায়োলজি বা কম্পিউটার সায়ন্সের মধ্যে অন্তত যে-কোনো একটি বিষয় থাকতেই হবে। 

বয়সসীমা 

প্রার্থীর জন্মতারিখ হতে হবে ০১/০২/২০০১ থেকে ৩১/০৭/২০০৪ এর মধ্যে। 

নিয়োগ পদ্ধতি

অবজেক্টিভ টাইপের  এক ঘন্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্রের মাধ্যম হবে হিন্দি এবং ইংরেজি। প্রশ্ন থাকবে এই ৪টি বিষয়ে  - ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক এবং সাধারণ জ্ঞান। এছাড়া-ও শারীরিক সক্ষমতার পরীক্ষা  এবং মেডিকেল টেস্ট করা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ৭ মিনিটে ১.৬ কিমি দৌড়, ২০ টি উঠক বৈঠক এবং ১০ টি পুশ আপ দিতে হবে।  ,মেধা তালিকা প্রকাশ করা হবে ২৩ জুলাই, ২০২১ এ। 

প্রশিক্ষণ প্রক্রিয়া

প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাব্য সময় আগস্ট, ২০২১। 

বেতন

ট্রেনিং চলাকালীন মাসিক ১৪,৬০০টাকা বেতন পাবেন। ট্রেনিং শেষে পে স্কেল হবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা। এছাড়া অনান্য ভাতা রয়েছে। এই পদে নিয়োগ হলে Master chief petty officer-I পর্যন্ত পদোন্নতি হতে পারে। তবে সুযোগ্য ব্যক্তিদের জন্য অধিক পদোন্নতির সুযোগ থাকবে।

অনান্য বাড়তি সুযোগ-সুবিধা : ১) ট্রেনিং চলাকালীন নাবিকদের পড়াশোনার জন্য বইপত্র, ট্রেনিং-এর পোশাক,  খাওয়া-দাওয়া এবং বাসস্থানের বন্দোবস্ত থাকবে।
২) নাবিকদের চিকিৎসার খরচ, নিজের এবং পরিবারের  জন্য হাউসিং ও আরও অনান্য সুবিধা। সেইসঙ্গে বার্ষিক ছুটি, সাধারণ ছুটি, সন্তানের লেখাপড়া এবং বাড়ি ভাড়ার খরচ, এছাড়া পেনশন, গ্রাচুয়িটি সহ আরও নানান সুযোগ-সুবিধা রয়েছে। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে  ৩০ এপ্রিল ২০২১ এর মধ্যে ভারতীয় নৌ বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় নৌ বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট।  

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ