মাধ্যমিক পাশ প্রার্থীদের ট্রেনিং দিয়ে চাকরি দিচ্ছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী
স্কিল বেঙ্গল ডেস্কঃ ট্রেনিং দিয়ে যান্ত্রিক ও নাবিক পদে কর্মী নিয়োগ করছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এখন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আবেদন করতে হবে ১৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে।
ট্রেনিং (02/2022 BATCH) শুরু হবে নাবিক (জেনারেল ডিউটি) ও যান্ত্রিক পোস্টের ক্ষেত্রে চলতি বছরের আগস্ট মাসে। আর, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ পোস্টের ক্ষেত্রে ট্রেনিং শুরু হবে চলতি বছরের অক্টোবর মাসে।
শূন্যপদ
Post |
UR(GEN) |
EWS |
OBC |
ST |
SC |
Total |
Navik(General Duty) |
112 |
28 |
72 |
11 |
37 |
260 |
Navik (Domestic Branch) |
12 |
02 |
09 |
07 |
05 |
35 |
Yantrik (Mechanical) |
04 |
01 |
02 |
06 |
00 |
13 |
Yantrik (Electrical) |
06 |
00 |
02 |
00 |
01 |
09 |
Yantrik (Electronics) |
03 |
00 |
01 |
00 |
01 |
05 |
পোস্ট অনুযায়ী যোগ্যতা
১) Navik (General Duty) - ম্যাথ এবং ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। জন্মতারিখ হওয়া চাই ১ আগস্ট, ২০০০ থেকে ৩১ জুলাই, ২০০৪ এর মধ্যে।
২) Navik (Domestic Branch) - মাধ্যমিক পাশ হতে হবে। জন্মতারিখ হওয়া চাই ১ অক্টোবর, ২০০০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০০৪ এর মধ্যে।
৩) Yantrik- মাধ্যমিক এবং ৩ বা ৪ বছরের Electrical/ Mechanical / Electronics/ Telecommunication (Radio/Power) Engineering এ ডিপ্লোমা পাশ হতে হবে। অথবা, উচ্চমাধ্যমিক এবং ২ বা ৩ বছরের Electrical/ Mechanical / Electronics/ Telecommunication (Radio/Power) Engineering এ ডিপ্লোমা পাশ হতে হবে। জন্মতারিখ হওয়া চাই ১ আগস্ট, ২০০০ থেকে ৩১ জুলাই, ২০০৪ এর মধ্যে।
সবকটি পোস্টের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি। উচ্চতা অনুযায়ী ওজোনের সামঞ্জস্য থাকা চাই। বুকের ছাতি কমপক্ষে ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।
কেবলমাত্র ছেলেরাই আবেদনের যোগ্য।
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
নিয়োগ পদ্ধতি
অনলাইন লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেসান ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
Ser |
Post Applied |
Written Test |
Passing Marks |
Remarks |
(aa) |
Navik (DB) |
Section I |
30 (UR/EWS/ OBC) 27 (for SC/ST) |
|
(ab) |
Navik (GD) |
Section (I+II) |
30+20=50 (UR/ EWS/ OBC) 27+17= 44 (SC/ST) |
Passing in section I and II separately is compulsory |
(ac) |
Yantrik (Electrical) |
Section (I+III) |
30+20= 50 (UR/ EWS/ OBC) 27+17= 44 (SC/ST) |
Passing in section I and III separately is compulsory |
(ad) |
Yantrik (Electronics) |
Section (I+IV) |
30+20= 50 (UR/ EWS/ OBC) 27+17= 44 (SC/ST) |
Passing in section I and IV separately is compulsory |
(ae) |
Yantrik (Mechanical) |
Section (I+V) |
30+20= 50 (UR/ EWS/ OBC) 27+17= 44 (SC/ST) |
Passing in section I and V separately is compulsory |
সেকশন অনুযায়ী বিস্তারিত সিলেবাস
Ser |
Name Of Examination |
Details of Examination |
Subject wise allocation of Questions |
Passing Marks |
Syllabus |
(aa) |
Section I |
Maximum Marks – 60 Time – 45 mins. Total no. of Questions – 60 |
Maths – 20 Science - 10 English – 15 Reasoning–10 GK – 5 |
30 (UR/EWS/ OBC category) 27 (for SC/ST category) |
Class 10th Syllabus |
(ab) |
Section II |
Maximum Marks – 50 Time – 30 mins. Total no. of Questions – 50 |
Maths – 25 Physics– 25 |
20 (UR/EWS/ OBC category) 17 (for SC/ST category) |
Class 12thMaths& Physics Syllabus |
(ac) |
Section III |
Maximum Marks – 50 Time – 30 mins. Total no. of Questions – 50 |
Electrical Engineering - 50 |
20 (UR/EWS/ OBC category) 17 (for SC/ST category) |
Diploma Level Electrical Engineering syllabus |
(ad) |
Section IV |
Maximum Marks – 50 Time – 30 mins. Total no. of Questions – 50 |
Electronics Engineering - 50 |
20 (UR/EWS/ OBC category) 17 (for SC/ST category) |
Diploma Level Electronics Engineering syllabus |
(ae) |
Section V |
Maximum Marks – 50 Time – 30 mins. Total no. of Questions – 50 |
Mechanical Engineering - 50 |
20 (UR/EWS/ OBC category) 17 (for SC/ST category) |
Diploma Level Mechanical Engineering syllabus |
শারীরিক সক্ষমতার পরীক্ষায় ৭ মিনিটে ১.৬ কিমি দৌড়, ২০ টি উঠক বৈঠক এবং ১০ টি পুশ আপ এর পরীক্ষা নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে ১৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinindiancoastguard.cdac.in/ এ। যেকোনোও একটি পোস্টের জন্য (either Navik (DB) or Navik (GD) or Yantrik (Mechanical) or Yantrik (Electrical) or Yantrik (Electronics) in one cycle) আবেদন করা যাবে। পরীক্ষা ফি ২৫০ টাকা। এস সি এবং এস টি প্রার্থীদের কোনও ফি জমা করতে হবে না।
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট।