ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক -  ইন্ডিয়ান এয়ার ফোর্সের ফ্লাইং ব্রাঞ্চ এবং গ্রাউন্ড ডিউটির টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্রাঞ্চে ট্রেনিং দিয়ে ৩৩ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর- AIR FORCE COMMON ADMISSION TEST (AFCAT) - 02/2021/ NCC SPECIAL ENTRY/ METEOROLOGY ENTRY। কোর্স শুরু হবে ২০২২ এর জুলাই মাসে। 

পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে ১ জুন, ২০২১ থেকে ৩০ জুন, ২০২১ পর্যন্ত। 

 ব্রাঞ্চ ও কোর্স সহ শূন্যপদের তালিকা

 


তবে এগুলি সম্ভাব্য শূন্যপদের তালিকা। প্রাতিষ্ঠানিক বা অনান্য শর্ত সাপেক্ষে এই শূন্যপদের তালিকা পরিবর্তিত হতে পারে। তবে নিশ্চিতভাবে গ্রাউন্ড ডিউটির ( নন টেকনিক্যাল) দুটি পদ সংরক্ষিত থাকবে আইন পাশ করা প্রার্থীদের জন্য। 

বয়সসীমা 

ফ্লাইং ব্রাঞ্চ -  বয়স হতে হবে ১ জুলাই ২০২২ এর হিসাব অনুযায়ী ২০ থেকে ২৪ এর মধ্যে। অর্থাৎ আবেদনকারীর জন্মতারিখ হতে হবে ২ জুলাই  ১৯৯৮ থেকে ১ জুলাই ২০০২ এর মধ্যে। 
   
তবে যাদের DGCA অনুমোদিত কমার্সিয়াল পাইলট লাইসেন্স রয়েছে, তাদের জন্য বয়সের উর্ধ্বসীমা হল ২৬ বছর।  অর্থাৎ এক্ষেত্রে আবেদনকারীর জন্মতারিখ হতে হবে ২ জুলাই ১৯৯৬ থেকে ১ জুলাই ২০০২ এর মধ্যে। 

গ্রাউন্ড ডিউটি ( টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ) -
বয়স হতে হবে ১ জুলাই ২০২২ এর হিসাব অনুযায়ী ২০ থেকে ২৬ বছরের মধ্যে। অর্থাৎ আবেদনকারীর জন্মতারিখ হতে হবে ২ জুলাই ১৯৯৬ থেকে ১ জুলাই ২০০২ এর মধ্যে। 

মেরিটাল স্টেটাস - যে সকল আবেদনকারীর বয়স ২৫ বছরের কম, তাদের অবিবাহিত হতে হবে। ২৫ বছরের নীচে বিধবা বা বিপত্নীক অথবা ডিভোর্সিরা আবেদনযোগ্য নয়।

শারীরিক সক্ষমতা

সিলেকশন চলাকালীন শারীরিকভাবে সক্ষম থাকা প্রয়োজন কারণ আবেদনকারীকে ১০ মিনিটে ১.৬ কিমি দৌড়,  ১০ টা push up এবং ৩ টে chin up করে দেখাতে হবে।এছাড়া -ও ট্রেনিং এর সময় running, swimming,  rope climbing  ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হবে। তাই আবেদনকারীর শারীরিক ভাবে সক্ষম থাকা একান্ত-ই  দরকার। 

ট্রেনিং 

সমস্ত কোর্সের ট্রেনিং শুরু হবে ২০২২ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে।  ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি ( টেকনিক্যাল ) ব্রাঞ্চের  ট্রেনিং হবে ৭৪ সপ্তাহের। আর  গ্রাউন্ড ডিউটির নন টেকনিক্যাল ব্রাঞ্চের ট্রেনিং হবে ৫২ সপ্তাহের। ট্রেনিং চলাকালীন মাসিক ভিত্তিতে  স্টাইপেন্ড দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে এয়ার ফোর্সের অফিশিয়াল ওয়েবসাইটে। আবেদন করার সময় অনলাইন পরীক্ষার ফি হিসেবে দিতে হবে ২৫০ টাকা। তবে NCC Special Entry এবং Meteorology  তে আবেদনের জন্য কোনো ফি লাগবে না।  যেই মেল আই ডি এবং মোবাইল নম্বর দিয়ে আবেদন করবেন, সেগুলি নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বদলাবেন না, কারন সমস্ত কিছু অফিসিয়াল তথ্য ঐ মেল আই ডি এবং মোবাইল নম্বরে পাঠানো হবে। 

যোগ্যতা থাকলে একাধিক পোস্টে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রতিটি পোস্টের জন্য আলাদাভাবে রেজিস্ত্রেসান করতে হবে। 

এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন এয়ার ফোর্সের অফিশিয়াল ওয়েবসাইট

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ