ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্যের আই টি আই প্রতিষ্ঠান গুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 01/ 2022। আবশ্যিক যোগ্যতা হল - বাংলা ভাষায় কথা বলা, লেখা এবং পড়তে পারার দক্ষতা থাকতে হবে। ইন্টারভিউর সময় ভাষাগত দক্ষতার টেস্ট নেওয়া হবে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Here

মোট শূন্যপদ ১২ টি। নিয়োগ করা হবে এই পোস্টে - ASSISTANT DIRECTOR OF INDUSTRIAL TRAINING/ PRINCIPAL OF INDUSTRIAL TRAINING INSTITUTES । 

বিস্তারিত তথ্য

যে কোনও শাখার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা ১ বছর শিক্ষকতা বা কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 

আবেদন করতে হবে অনলাইনে পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইটে ১ ফেব্রুয়ারি, ২০২২ থেকে ২১ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে। আবেদনের ফি ২১০ টাকা। পশ্চিমবঙ্গের এস সি/ এস টি ও প্রতিবন্ধীদের কোনও ফি জমা করতে হবে না। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ