পি এস সি'র মাধ্যমে রাজ্যের আই টি আই প্রতিষ্ঠান গুলিতে চাকরির বিজ্ঞপ্তি
স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্যের আই টি আই প্রতিষ্ঠান গুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 01/ 2022। আবশ্যিক যোগ্যতা হল - বাংলা ভাষায় কথা বলা, লেখা এবং পড়তে পারার দক্ষতা থাকতে হবে। ইন্টারভিউর সময় ভাষাগত দক্ষতার টেস্ট নেওয়া হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Here
মোট শূন্যপদ ১২ টি। নিয়োগ করা হবে এই পোস্টে - ASSISTANT DIRECTOR OF INDUSTRIAL TRAINING/ PRINCIPAL OF INDUSTRIAL TRAINING INSTITUTES ।
বিস্তারিত তথ্য
যে কোনও শাখার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা ১ বছর শিক্ষকতা বা কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
আবেদন করতে হবে অনলাইনে পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইটে ১ ফেব্রুয়ারি, ২০২২ থেকে ২১ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে। আবেদনের ফি ২১০ টাকা। পশ্চিমবঙ্গের এস সি/ এস টি ও প্রতিবন্ধীদের কোনও ফি জমা করতে হবে না।
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি'র অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ ।