ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা ' ইন্সটিটিউট অফ মাইক্রোবায়াল টেকনোলজি' তে  অ্যাসিস্ট্যান্ট ও  স্টেনোগ্রাফার পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 03/2021।

আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ১৫সেপ্টেম্বর, ২০২১ (বিকেল ৫টা)।

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

অনলাইন আবেদনের লিঙ্ক - CLICK HERE

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল স্টোর অ্যান্ড পার্চসেজ)
শূন্যপদ - ৭ (UR - 5, OBC - 2)
বয়স সীমা - ২৮বছর পর্যন্ত
বেতনক্রম - ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা - যে কোন শাখাতে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে প্রতি মিনিটে  ইংরেজি তে  ৩৫টি বা  হিন্দি  তে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান থাকা চাই। 

২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
শূন্যপদ - ২ (UR - 1, SC - 1)
বয়স সীমা - ২৮বছর পর্যন্ত
বেতনক্রম - ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা - অ্যাকাউন্টেসি বিষয় সহ  যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে প্রতি মিনিটে  ইংরেজি তে  ৩৫টি বা  হিন্দি  তে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান থাকা চাই।  

৩) জুনিয়র স্টেনোগ্রাফার
শূন্যপদ - ১ (OBC - 1)
বয়স সীমা - ২৭বছর পর্যন্ত
বেতনক্রম - ২৫,৫০০/- থেকে ৮১,১০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা - যে কোন শাখাতে উচ্চ মাধ্যমিক পাশ সহ শর্ট হ্যান্ড-এ প্রতি মিনিটে ৮০টি শব্দ এবং  কম্পিউটারে প্রতি মিনিটে ৪০টি ইংরেজি বা ৩৫টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান থাকা চাই। 

প্রতিটি পোস্ট অনুযায়ী বয়স সীমার ক্ষেত্রে এস সি/এস টির ৫বছর এবং ও বি সির ক্ষেত্রে ৩ বছরের ছাড় আছে। এছাড়াও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে।

নির্বাচন পদ্ধতি 

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বা কম্পিউটার বেসড টেস্ট এবং স্কিল টেস্ট নেওয়া হবে।  লিখিত পরীক্ষায় ২ টি পেপার থাকবে। প্রথম পেপারে ২০০ নম্বরের মেন্টাল এবিলিটি টেস্ট এবং দ্বিতীয় পেপারে ১৫০ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস ও ১৫০ নম্বরের ইংরেজি থাকবে। জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই হবে। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ১৫সেপ্টেম্বর, ২০২১ (বিকেল ৫টা)। 

অনলাইন আবেদনের লিঙ্ক - CLICK HERE

আবেদন ফি ৫০০/- টাকা। এটি অনলাইনে জমা করতে হবে। জমা করার পর রিসিট কপি অবশ্যই সংগ্রহ করবেন।
তবে এস সি/এস টি/মহিলা/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান/ তৃতীয় লিঙ্গ/ সি এস আই আর এর কর্মী - প্রভৃতি ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

একাধিক পোস্টে আবেদন করতে চাইলে প্রতি পোস্টে পৃথকভাবে আবেদন করতে হবে।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট - www.imtech.res.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ