ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ অ্যাসিস্ট্যান্ট ও অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল আই আই টি মান্ডি। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর- Advt. No. IIT Mandi/F/Recruit./NTS/2021/01, Dated 04.05.2021।

আবেদন করতে হবে অনলাইনে ৪ জুন, ২০২১ বিকেল ৫ টার মধ্যে আই আই টি মান্ডির অফিসিয়াল ওয়েবসাইটে

শূন্যপদ, বয়স ও বেতন 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

(১) টেকনিক্যাল অফিসার- সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা সহ Mechanical/Production Engineering এ প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা সহ Mechanical/Production Engineering এ প্রথম শ্রেণীর পোস্ট গ্র্যাজুয়েট ।

(২) স্পোর্টস অফিসার- কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ ফিজিক্যাল এডুকেশান বা স্পোর্টস সায়েন্সে মাস্টার ডিগ্রি। রাজ্য বা জাতীয় স্তরে অথবা আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে থাকা চাই। পি টি আই পোস্টে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  

(৩) জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট –

(ক)School of Computing and Electrical Engineering ডিপার্টমেন্টে-  কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সহ Computer/Electrical/Electronics বিষয়ে ফার্স্ট ক্লাস অনার্স গ্র্যাজুয়েট অথবা, কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা, Computer/Electrical/Electronics বিষয়ে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অথবা ২ বছরের অভিজ্ঞতা সহ সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট।

(খ)School of Engineering ডিপার্টমেন্টে – কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সহ Mechanical/Production বিষয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা Mechanical/Production বিষয়ে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার।

(গ)BioX Centre ডিপার্টমেন্টে – কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সায়েন্সে ফার্স্ট ক্লাস অনার্স গ্র্যাজুয়েট অথবা ২ বছরের অভিজ্ঞতা সহ সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট অথবা, Biotechnology / Bioengineering / Bioinstrumentation বিষয়ে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার।

(ঘ)Advanced Materials Research Center ডিপার্টমেন্টে – কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সায়েন্সে ফার্স্ট ক্লাস অনার্স গ্র্যাজুয়েট অথবা কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা  Computer/Electrical/Mechanical/Office Automation এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা ২ বছরের অভিজ্ঞতা সহ সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট অথবা, Computer/Electrical/Mechanical/Office Automation বিষয়ে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার।

(ঙ)National Knowledge Network ডিপার্টমেন্টে - কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সায়েন্সে ফার্স্ট ক্লাস অনার্স গ্র্যাজুয়েট অথবা কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা  Computer/Electrical/Mechanical/Office Automation এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা ২ বছরের অভিজ্ঞতা সহ সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট অথবা, Computer/Electrical/Mechanical/Office Automation বিষয়ে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার।

(৪) জুনিয়র সুপারিন্টেনডেন্ট - কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর এবং ৮ বছরের অভিজ্ঞতা সহ গ্র্যাজুয়েট অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর এবং ৫ বছরের অভিজ্ঞতা সহ পোস্ট গ্র্যাজুয়েট। অফিস প্রসিডিওর এবং কম্পিউটারে কাজের জ্ঞান থাকা চাই।

(৫)জুনিয়র সুপারিন্টেনডেন্ট রাজভাষা – ডিগ্রি লেভেলে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ হিন্দি বা ইংরেজিতে মাস্টার ডিগ্রি এবং অনুবাদের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, মেন বিষয় নিয়ে হিন্দি বা ইংরেজিতে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট এবং অনুবাদের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(৬) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) – সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট এবং ১ বছর কাজের অভিজ্ঞতা অথবা, ৩ বছরের অভিজ্ঞতা সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।

(৭) জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট-

(ক)School of Computing and Electrical Engineering ডিপার্টমেন্টে -  কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সহ  Computer/Electrical/Electronics ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ  বি এস সি গ্র্যাজুয়েট। কম্পিউটার অ্যাপ্লিকেশানে কাজের জ্ঞান থাকা চাই।

(খ)School of Engineering ডিপার্টমেন্টে – কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সহ Mechanical/Production/Civil/Construction এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ২ বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে কাজের জ্ঞান থাকা চাই।

(গ)BioX Centre ডিপার্টমেন্টে – কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সহ Biotechnology / Bioengineering / Bioinstrumentation ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট। ২ বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে কাজের জ্ঞান থাকা চাই।

(ঘ)Advanced Materials Research Center ডিপার্টমেন্টে –  কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সহ Computer/Electrical/Mechanical এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বি এস সি গ্র্যাজুয়েট। ২ বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে কাজের জ্ঞান থাকা চাই। 

(ঙ)C4DFED ডিপার্টমেন্টে -  কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সহ Electrical & Electronics/Instrumental /Electrical/ Mechanical এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বি এস সি গ্র্যাজুয়েট বা পলিটেকনিকে মাস্টার্স। ২ বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে কাজের জ্ঞান থাকা চাই। 

(চ)School of Basic Sciences ডিপার্টমেন্টে - কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সহ Computer/Electrical/Mechanical এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বি এস সি গ্র্যাজুয়েট । ২ বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে কাজের জ্ঞান থাকা চাই। 

(৮) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর এবং ১ বছরের অভিজ্ঞতা সহ গ্র্যাজুয়েট অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট। কম্পিউটারে কাজের জ্ঞান থাকা চাই।

 

যোগ্যতা অনুযায়ী একজন প্রার্থী একাধিক পোস্টে আবেদন করতে পারেন, তবে প্রতি পোস্টের জন্য আলাদা ভাবে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আবেদনের ফি আলাদা ভাবে দিতে হবে। আবেদনের ফি ১০০ টাকা, জমা করতে হবে নীচে লেখা অ্যাকাউন্ট নম্বরে। মহিলা, এস সি ,এস টি এবং প্রতিবন্ধী দের কোনও আবেদনের ফি জমা করতে হবে না। 

"Name of the Bank : State Bank of India
Branch Address : SBI, IIT Kamand, Mandi, HP – 175075
Account No. : 31310230679 IFSC: SBIN0013711
MICR Code : 175002103 Type of Account: Saving Account "

আবেদন করতে হবে অনলাইনে ৪ জুন, ২০২১ বিকেল ৫ টার মধ্যে আই আই টি মান্ডির অফিসিয়াল ওয়েবসাইটে। 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন আই আই টি মান্ডির অফিসিয়াল ওয়েবসাইট।  

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ