ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি (আই আই টি গুয়াহাটি) তে কাউন্সিলর ও অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IITG/R/07/2021। আবেদন করতে হবে অনলাইনে IITG এর অফিসিয়াল ওয়েবসাইটে ২৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) সুপারিটেন্ডিং ইঞ্জিনিয়ার
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট  এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা যার মধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং লেভেলে কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৭,৪০০/- টাকা - ৬৭,০০০/- টাকা

২) সিনিয়র টেকনিক্যাল অফিসার
শূন্যপদ - ৩টি (UR)
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং/মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী অথবা ফিজিক্স/কেমিস্ট্রি/মলিকিউলার বায়োলজিতে এম.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং/মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ এম.টেক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা অথবা  সিভিল ইঞ্জিনিয়ারিং/মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ফিজিক্স/কেমিস্ট্রি/মলিকিউলার বায়োলজিতে পি এইচ ডি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৫,৬০০/- টাকা - ৩৯,১০০/- টাকা

৩) স্টুডেন্টস কাউন্সিলর
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - কাউন্সেলিং/সাইকোথেরাপি এবং/অথবা ক্লিনিক্যাল সাইকোলজি তে স্পেশালাইজেশান সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৫,৬০০/- টাকা - ৩৯,১০০/- টাকা

৪) সিনিয়র সিকিউরিটি অফিসার
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ মিলিটারি অথবা প্যারা মিলিটারি সার্ভিসের কমিশন্ড অফিসার/ ডেপুটি সুপারিটেন্ডেন্ট বা পুলিশ/সিকিউরিটি ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ব্যাচেলর ডিগ্রী সহ মিলিটারির সুবেদার মেজর লেভেলের জুনিয়র কমিশন্ড অফিসার/প্যারা মিলিটারি অফিসার অথবা পুলিশ ইন্সপেক্টর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫০% নম্বর সহ ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৫,৬০০/- টাকা - ৩৯,১০০/- টাকা

নির্বাচন পদ্ধতি


লিখিত পরীক্ষা/স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। প্রয়োজনে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ের জন্য ইন্টারভিউতে ডাকা হবে। 

কেবল ক্রমিক নং ৪ পোস্টের ক্ষেত্রে সরাসরি নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে IITG এর অফিসিয়াল ওয়েবসাইট https://online.iitg.ac.in/recruitment  এ ২৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ৫০০/- টাকা (এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ২৫০/- টাকা)। তবে মহিলা হলে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IITG এর অফিসিয়াল ওয়েবসাইট https://online.iitg.ac .in অথবা যোগাযোগ করতে পারেন এই মেল আইডিতে rec admin@iitg.ac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ