ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - OS:02/2021। আবেদন করতে হবে অনলাইনে GRSE এর অফিসিয়াল ওয়েবসাইটে ২৫ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) জেনারেল ম্যানেজার(টেকনিক্যাল)
শূন্যপদ - ১টি (ওবিসি)
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ মেকানিকাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/মেরিন ইঞ্জিনিয়ারিং/সিভিল/প্রোডাকশন/নেভাল আর্কিটেকচার - এর মধ্যে যে কোন একটি বিষয়ে চার বছরের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৫২ বছরের মধ্যে।

২) ডেপুটি জেনারেল ম্যানেজার(টেকনিক্যাল)
শূন্যপদ - ১টি (এসটি)
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ মেকানিকাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/মেরিন ইঞ্জিনিয়ারিং/সিভিল/প্রোডাকশন/নেভাল আর্কিটেকচার - এর মধ্যে যে কোন একটি বিষয়ে চার বছরের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৪৮ বছরের মধ্যে।

৩) ডেপুটি জেনারেল ম্যানেজার(টেকনিক্যাল/বেলি ব্রীজ)
শূন্যপদ - ১টি (এসসি)
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ মেকানিকাল/ইলেকট্রিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিং - এর মধ্যে যে কোন একটি বিষয়ে চার বছরের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৪৮ বছরের মধ্যে।

৪) ডেপুটি জেনারেল ম্যানেজার(টেকনিক্যাল আই টি)
শূন্যপদ - ১টি (এসসি)
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার টেকনোলজি- এর মধ্যে যে কোন একটি বিষয়ে চার বছরের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৪৮ বছরের মধ্যে।

৫) ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল আই টি)
শূন্যপদ - ১টি (ইউ আর)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর অর্থাৎ প্রথম শ্রেণীর নম্বর সহ কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার টেকনোলজি- এর মধ্যে যে কোন একটি বিষয়ে চার বছরের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৪৮ বছরের মধ্যে।

৬) ম্যানেজার (ফাইন্যান্স)
শূন্যপদ - ১টি (এসটি)
যোগ্যতা - চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA)/কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) এর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৪২ বছরের মধ্যে।

৭) ডেপুটি ম্যানেজার (মেডিক্যাল)
শূন্যপদ - ১টি (ওবিসি)
যোগ্যতা - মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) থেকে স্বীকৃতি প্রাপ্ত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রী থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

৮) ডেপুটি ম্যানেজার (মেডিক্যাল)
শূন্যপদ - ১টি (ওবিসি প্রতিবন্ধী)
যোগ্যতা - মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) থেকে স্বীকৃতি প্রাপ্ত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রী থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

৯) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোম্পানি সেক্রেটারি)
শূন্যপদ - ১টি (ওবিসি)
যোগ্যতা - ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া এর অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।
 

১০) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স)
শূন্যপদ - ১টি (ওবিসি)
যোগ্যতা - চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA)/কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) এর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

১১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হিউম্যান রিসোর্স)
শূন্যপদ - ১টি (ইউ আর)
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট/পার্সোনেল ম্যানেজমেন্ট/ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/সোশ্যাল ওয়ার্ক/ লেবার ওয়েলফেয়ার এ গ্র্যাজুয়েট ডিগ্রী বা গ্র্যাজুয়েট ডিগ্রী সহ দুই বছরের ফুল টাইম পিজি ডিগ্রী/ পিজি ডিপ্লোমা/এমবিএ ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

১২) জুনিয়র ম্যানেজার (এইচ অ্যান্ড আর - এ)
শূন্যপদ - ১টি (ওবিসি)
যোগ্যতা - ক্যাটারিং টেকনোলজি/ক্যাটারিং ম্যানেজমেন্ট/জেনারেল ম্যানেজমেন্ট/জেনারেল ম্যানেজমেন্ট/জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন/এইচ আর/এইচ আর এম/এইচ আর ডি/পার্সোনেল ম্যানেজমেন্ট/আই আর - এর মধ্যে যে কোন একটি বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা সহ ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

১৩) জুনিয়র ম্যানেজার (টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং)
শূন্যপদ - ১টি(এসটি)
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা সমতুল্য মেকানিকাল এর কোন শাখাতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

১৪) জুনিয়র ম্যানেজার (টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং)
শূন্যপদ - ১টি(এস টি)
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা সমতুল্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোন শাখাতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবেন এখানে-   click here

নির্বাচন পদ্ধতি


অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর পোস্টগুলোর জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।পার্ট - ১ ও পার্ট - ২ এই দুটি বিভাগে মোট ৮৫ নম্বরের পরীক্ষা হবে। সময় সীমা - ৯০ মিনিট।

পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ২ জানুয়ারি, ২০২২।
বাকি পোস্ট গুলির ক্ষেত্রে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in  অথবা https://jobapply.in/grse2021  এ  ২৫ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে।

APPLY ONLINE

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এস সি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

অনলাইনে আবেদন করার পর আবেদন পত্রের প্রিন্ট আউট বার করে অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্য সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Post Box No. 3076, Lodhi Road, New Delhi - 110003 '।
খামের উপর লিখতে হবে - ' GRSE Employment Notification No. OS:02/2021 ' এবং ' Post Applied For ' লিখে পোস্টের নাম লিখতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ