ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্টে প্রোজেক্ট ম্যানেজার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 1239-FS/O/Sectt/IT-15/2011। আবেদন করতে হবে অনলাইনে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ১৭সেপ্টেম্বর, ২০২১।

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

পদ অনুযায়ী বিস্তারিত তথ্য


১) সিনিয়র সফটওয়্যার ডেভেলপার (SSD)
যোগ্যতা - সফটওয়্যার ডেভ্লাপার এর কাজে ৫ বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর  এমসিএ /  কম্পিউটার সায়েন্সে বি.ই/ বি.টেক/ এম.এসসি আই টি  পাশ। 
বয়সসীমা - ১৮ থেকে ৪০বছর পর্যন্ত
শূন্যপদ - ৩ টি
বেতনক্রম - ৩২,০০০/- টাকা 

২) ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর
যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর  এমসিএ /  কম্পিউটার সায়েন্সে বি.ই/ বি.টেক/ এম.এসসি আই টি  পাশ। 
বয়সসীমা - ১৮ থেকে ৪০বছর পর্যন্ত
শূন্যপদ - ১ টি 
বেতনক্রম - ৩২,০০০/- টাকা 

৩) সফটওয়্যার ডেভেলপার (SD)
যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর  এমসিএ /  কম্পিউটার সায়েন্সে বি.ই/ বি.টেক/ এম.এসসি আই টি  পাশ। 
বয়সসীমা - ১৮ থেকে ৪০বছর পর্যন্ত
শূন্যপদ - ২ টি
বেতনক্রম - ২৭,০০০/- টাকা 

৪) টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল (TSP)
যোগ্যতা -  সফটওয়্যার ডেভেলপারে কমপক্ষে ৬ বছরের  অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর  এমসিএ /  কম্পিউটার সায়েন্সে বি.ই/ বি.টেক/ এম.এসসি আই টি  পাশ। 
বয়সসীমা - ১৮ থেকে ৪০বছর পর্যন্ত
শূন্যপদ - ২৮ টি 
বেতনক্রম - ৪০,০০০/- টাকা 

৫) প্রোজেক্ট ম্যানেজার (PM) - IMPDS অ্যান্ড ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার - আই টি অ্যান্ড রিফর্মস সেল
যোগ্যতা - কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর  এমসিএ /  কম্পিউটার সায়েন্সে বি.ই/ বি.টেক/ এম.এসসি আই টি  পাশ। 
বয়সসীমা - ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত
শূন্যপদ - ১ টি 
বেতনক্রম - ১,০০,০০০/- টাকা 

নির্বাচন পদ্ধতি


প্রার্থী বাছাই করা হবে মোট তিনটি ধাপে। প্রথমে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর ও কাজের অভিজ্ঞতা অনুযায়ী প্রাথমিকভাবে প্রার্থীদের নির্বাচন তালিকা তৈরী করা হবে। তারপর সেই সকল নির্বাচিত প্রার্থীদের কোডিং টেস্টের জন্য ডাকা হবে। এই টেস্টে পাশ করলেই তবে পরবর্তী ধাপ পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এই তিনটি ধাপে পাওয়া নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।

প্রাথমিকভাবে ১২ মাসের চুক্তিতে নিয়োগ হলেও কাজের দক্ষতা ও প্রয়জনীয়তার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়তে পারে। 

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে অনলাইনে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ১৭সেপ্টেম্বর, ২০২১।

অনলাইন আবেদনের ওয়েবসাইট -  https://warehousingwb.com/itpersonnel/ 

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ