খাদ্য নিয়ামক সংস্থায় অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) তে অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - DR-04/2021। আবেদন করতে হবে অনলাইনে FSSAI এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৩ অক্টোবর, ২০২১ থেকে ১২ নভেম্বর, ২০২১ এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।
সংশোধিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে ।
অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক - click here
পোস্ট অনুযায়ী বয়স, শূন্যপদ এবং পে স্কেল
Post Code |
Name of Post (Pay Level) |
Categorisation |
Pay Level |
Age limit on closing date of application |
No. of Vacancies |
|
Total* |
Category wise Vacancy |
|||||
05 |
Food Analyst |
|
10 |
35 |
4 |
UR-1, OBC(NCL)-1, SC-1, EWS-1 |
06 |
Technical Officer |
|
7 |
30 |
125 |
UR-50, OBC(NCL)-33, SC-19, ST-10, EWS-13 |
07 |
Central Food Safety Officer (CFSO) |
|
7 |
30 |
37 |
UR-14, OBC(NCL)-10, SC-6, ST-3, EWS-4 |
08 |
Assistant Manager (IT) |
|
7 |
30 |
4 |
UR-2, OBC(NCL)-1, SC-1 |
09 |
Assistant Manager |
Journalism or Mass Communication or Public Relation |
7 |
30 |
2 |
UR-1, OBC (NCL)-1 |
Social Work, Psychology, Labour and Social Welfare, Library Science |
7 |
30 |
2 |
UR-1, SC-1 |
||
10 |
Assistant |
|
6 |
30 |
33 |
UR-13, OBC(NCL)-9, SC-6, ST-2, EWS-3 |
11 |
Hindi Translator |
|
6 |
30 |
1 |
UR-1 |
12 |
Personal Assistant |
|
6 |
30 |
19 |
UR-10, OBC(NCL)-4, SC-2, ST-2, EWS-1 |
13 |
IT Assistant |
|
6 |
30 |
3 |
UR-2, OBC(NCL)-1 |
14 |
Junior Assistant Grade- 1 |
|
4 |
25 |
3 |
UR-1, OBC(NCL)-1, EWS-1 (Out of the total posts, 01 post is reserved for Ex- Servicemen) |
Total |
|
|
|
233 |
|
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ফুড অ্যানালিস্ট
পোস্ট কোড - 05
শূন্যপদ - ৪টি (UR-1, OBC(NCL)-1, SC-1, EWS-1)
যোগ্যতা - কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/ডেয়ারী কেমিস্ট্রি/ফুড টেকনোলজি/ফুড নিউট্রিশন এ মাস্টার্স ডিগ্রী বা ডেয়ারী টেকনোলজি/ ওয়েল অথবা ভেটেরিনারি বিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রী এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর
পে স্কেল - লেভেল - ১০
২) টেকনিক্যাল অফিসার
পোস্ট কোড - 06
শূন্যপদ - ১২৫টি (UR-50, OBC(NCL)-33, SC-19, ST-10,EWS-13)
যোগ্যতা - কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি/ফুড টেকনোলজি/ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ফুড অ্যান্ড নিউট্রিশন/এডিবল ওয়েল টেকনোলজি/মাইক্রোবায়োলজি/ডেয়ারী টেকনোলজি/এগ্রিকালচারাল/হর্টিকালচার সায়েন্সস/ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি/টক্সিকোলজি/পাবলিক হেলথ/লাইফ সায়েন্স/বায়োটেকনোলজি/ফ্রুট অ্যান্ড ভেজিটেবল টেকনোলজি/ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরান্স - যে কোন একটি বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা ফুড সেফটি/ফুড সায়েন্স/ফুড প্রসেসিং/ফুড সেক্টরের কোয়ালিটি অ্যাসুরান্স/ডায়েটিক অ্যান্ড পাবলিক হেলথ/নিউট্রিশন/ডেয়ারী সায়েন্স/বেকারি সায়েন্স/পোস্ট হারভেস্ট টেকনোলজি - যে কোন একটি বিষয়ে কমপক্ষে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে যেখানে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে একটি বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে - কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি/ফুড টেকনোলজি/ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ফুড অ্যান্ড নিউট্রিশন/এডিবল ওয়েল টেকনোলজি/মাইক্রোবায়োলজি/ডেয়ারী টেকনোলজি/এগ্রিকালচারাল/হর্টিকালচারাল সায়েন্সস/ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি/টক্সিকোলজি/পাবলিক হেলথ/লাইফ সায়েন্স/বায়োটেকনোলজি/ফ্রুট অ্যান্ড ভেজিটেবল টেকনোলজি/ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরান্স/ফুড প্রসেসিং টেকনোলজি/ফ্রুট অ্যান্ড ভেজিটেবল/মেডিসিন/ভেটেরিনারি সায়েন্স/ফিশারিজ/অ্যানিমাল সায়েন্স।
অথবা ফুড টেকনোলজি/ডেয়ারী টেকনোলজি/বায়োটেকনোলজি/ওয়েল টেকনোলজি/ফুড প্রসেস টেকনোলজি/ফুড প্রসেসিং টেকনোলজি/ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল টেকনোলজি/ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরান্সে বি.ই/ বি.টেক ডিগ্রী অথবা মেডিসিন /ভেটেরিনারি সায়েন্স/অ্যানিমাল সায়েন্স/ ফিশারিজ এ ব্যাচেলর ডিগ্রী থাকা দরকার।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০বছর
পে স্কেল - লেভেল - ৭
৩) সেন্ট্রাল ফুড সেফটি অফিসার(CFSO)
পোস্ট কোড - 07
শূন্যপদ - ৩৭টি(UR-14,OBC (NCL)-10,SC-6,ST-3,EWS-4)
যোগ্যতা - ফুড টেকনোলজি/ বায়োটেকনোলজি/ডেয়ারী টেকনোলজি/ওয়েল টেকনোলজি/এগ্রিকালচারাল সায়েন্স/ভেটেরিনারি সায়েন্স/বায়োকেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি তে ডিগ্রী অথবা কেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রী বা মেডিসিন এ ডিগ্রী অথবা কেন্দ্রীয় সরকারের নোটিফাইয়েড সমতুল্ শিক্ষা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০বছর
পে স্কেল - লেভেল - ৭
৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (IT)
পোস্ট কোড - 08
শূন্যপদ - ৪টি(UR-2,OBC (NCL)-1,SC-1)
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স এ বি.টেক/এম.টেক অথবা ইঞ্জিনিয়ারিং শাখার যে কোন বিষয়ে/এম সি এ /সংশ্লিষ্ট শাখায় ব্যাচেলর ডিগ্রী এবং ৫ বছরের (কমপক্ষে ৩ বছরের) অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০বছর
পে স্কেল - লেভেল - ৭
৫) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পোস্ট কোড - 09
শূন্যপদ - ৪টি(UR-2,OBC (NCL)-1,SC-1)
যোগ্যতা - জার্নালিজম/মাসকমউনিকেশন/ পাবলিক রিলেশন অথবা সোশ্যাল ওয়ার্ক/সাইকোলজি/লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা অথবা লাইব্রেরী সায়েন্স/লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এ ব্যাচেলর ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০বছর
পে স্কেল - লেভেল - ৭
৬) অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - 10
শূন্যপদ - ৩৩টি(UR-13,OBC (NCL)-9,SC-6,ST-2,EWS-3)
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ ।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০বছর
পে স্কেল - লেভেল - ৬
৭) হিন্দি ট্রান্সলেটর
পোস্ট কোড - 11
শূন্যপদ - ১টি(UR-1)
যোগ্যতা - হিন্দিতে মাস্টার্স ডিগ্রী (ইংরেজি বিষয় আবশ্যিক/ইলেক্টিভ/ডিগ্রী লেভেলে মিডিয়াম হিসেবে) অথবা ইংরেজীতে মাস্টার্স ডিগ্রী (হিন্দি বিষয় আবশ্যিক/ইলেক্টিভ/ডিগ্রী লেভেলে মিডিয়াম হিসেবে) অথবা হিন্দি মিডিয়ামে যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী (ইংরেজি বিষয় আবশ্যিক/ইলেক্টিভ/ডিগ্রী লেভেলে মিডিয়াম হিসেবে) অথবা ইংরেজি মিডিয়ামে যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী (হিন্দি বিষয় আবশ্যিক/ইলেক্টিভ/ডিগ্রী লেভেলে মিডিয়াম হিসেবে) অথবা যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী (হিন্দি/ইংরেজি বিষয় আবশ্যিক/ইলেক্টিভ/ যে কোন একটি ডিগ্রী লেভেলের পরীক্ষার মাধ্যম হিসেবে এবং অন্যটি ইলেক্টিভ/আবশ্যিক হিসেবে) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ ও সার্টিফিকেট/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০বছর
পে স্কেল - লেভেল - ৬
৮) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - 12
শূন্যপদ - ১৯টি(UR-10, OBC (NCL)-4,SL-2,ST-2,EWS-1)
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী এবং কম্পিউটারে শর্টহ্যান্ড এ প্রতি মিনিটে ৮০টি শব্দ ও টাইপিং এ ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ এবং হিন্দিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করা জানতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০বছর
পে স্কেল - লেভেল - ৬
৯) আই টি অ্যাসিস্ট্যান্ট
পোস্ট কোড - 13
শূন্যপদ - ৩টি(UR-2, OBC(NCL)-1)
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ইনফরমেশন টেকনোলজি তে কমপক্ষে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলর ডিগ্রী পাশ হওয়া চাই।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০বছর
পে স্কেল - লেভেল - ৬
১০) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড - I
পোস্ট কোড - 14
শূন্যপদ - ৩টি(UR-1, OBC(NCL)-1,EWS-1)
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ ।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ২৫বছর
পে স্কেল - লেভেল - ৪
সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
Post Advertised |
Stages of Selection |
Weightage assigned |
Food Analyst |
Written Test + Interview |
Written Test – 85% Interview – 15% |
Technical Officer |
CBT (Stage-1) + CBT (Stage-2) |
CBT (Stage-1) – 50% CBT (Stage-2) – 50% |
Central Food Safety Officer |
CBT (Stage-1) + CBT (Stage-2) |
|
Assistant Manager (IT) |
CBT (Stage-1) + CBT (Stage-2) |
|
Assistant Manager |
CBT (Stage-1) + CBT (Stage-2) |
|
Hindi Translator |
CBT |
CBT – 100% |
Assistant |
CBT |
|
Personal Assistant |
CBT + Proficiency in Short hand and Typing |
|
IT Assistant |
CBT |
|
Junior Assistant Grade-I |
CBT |
প্রতিটি পরীক্ষার প্রাপ্ত নম্বর অনুযায়ী চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট www.fssai.gov.in এ।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে FSSAI এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৩ অক্টোবর, ২০২১ থেকে ১২ নভেম্বর, ২০২১ এর মধ্যে।
অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক - click here
ওয়েবসাইট লিঙ্ক- https://www.fssai.gov.in/ ।
আবেদন ফি
Sl No. |
Category |
Application Fee |
Intimation Charges |
Total* |
1 |
General/OBC |
Rs 1000/- |
Rs 500/- |
Rs 1500/- |
2 |
SC/ST/EWS/Women/Ex-Servicemen/ PwBD |
Nil |
Rs 500/- |
Rs 500/- |
*Bank/ Transaction Charges, if any, are to be borne by the candidate. |
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন FSSAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.fssai.gov.in ।