ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ করা হবে। (advertising no: NGRI/GR III/3/2021)। আবেদন করতে হবে অনলাইনে। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে

পোস্ট অনুসারে যোগ্যতা ও শূন্যপদ 


     টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 


পোস্ট কোড - (১)TAGP
শিক্ষাগত যোগ্যতা - ফিজিক্স ও ম্যাথম্যাটিকস সহ প্রথম শ্রেণীর Bsc ডিগ্রি এবং জিওফিজিক্সে একবছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। মোট শূন্যপদ - ১৩ টি 

পোস্ট কোড (২) - TAGL
শিক্ষাগত যোগ্যতা - জিওলজিতে প্রথম শ্রেণীর Bsc ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ- ৪ টি 

পোস্ট কোড (৩)- TACS
শিক্ষাগত যোগ্যতা - কম্পিউটার সায়ন্সে প্রথম শ্রেণীর Bsc ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ- ১টি 

পোস্ট কোড (৪)- TAIN 
শিক্ষাগত যোগ্যতা - ইনসট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা এবং  সংশ্লিষ্ট ক্ষেত্রে দু'বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।  
মোট শূন্যপদ - ১ টি 

পোস্ট কোড (৫) - TAMB
শিক্ষাগত যোগ্যতা - কম্পিউটার সায়ন্সে প্রথম শ্রেণীর ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ - ১ টি 

পোস্ট কোড (৫) - TAHC 

শিক্ষাগত যোগ্যতা - হর্টিকালচারে প্রথম শ্রেণীর ডিপ্লোমা BSc ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ - ১ টি 
 
             উল্লিখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে। এবিষয়ে বিস্তারিত তথ্য পাবেন অফিশিয়াল ওয়েবসাইটে।
              ওপরের সবকটি পোস্টের ক্ষেত্রে শুরুতে মাসিক বেতন - ৩৫,৪০০ টাকা।

       টেকনিক্যাল অফিসার

পোস্ট কোড (১) -TOGP 
শিক্ষাগত যোগ্যতা - Geophysics /Applied geophysics /Geophysical Technology /Marine  Geophysics / Earth Science -এ কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার ডিগ্রি থাকলে আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ- ৩ টি 

পোস্ট কোড  (২) - TOEI
শিক্ষাগত যোগ্যতা -  ইলেকট্রনিকস / ইনসট্রুমেনটেশনে কমপক্ষে ৫৫% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশরা আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ -১ টি 

পোস্ট কোড (৩)- TOGL 
শিক্ষাগত যোগ্যতা - Geology/ Applied Geology/ Marine Geology  / Geological Technology / Geochemistry / Hydrology -তে কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার ডিগ্রি থাকলে আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ -২  টি 

                      উল্লিখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে। এবিষয়ে বিস্তারিত তথ্য পাবেন অফিশিয়াল ওয়েবসাইটে।
              ওপরের সবকটি পোস্টের ক্ষেত্রে শুরুতে মাসিক বেতন - ৪৪,৯০০ টাকা।
        


      সিনিয়র টেকনিক্যাল অফিসার ১

 

পোস্ট কোড (১) - STOGP1
শিক্ষাগত যোগ্যতা - Geophysics / Applied Geophysics /Geophysical  Technology -র মাস্টার ডিগ্রিতে কমপক্ষে ৫৫% নম্বর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু' বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ- ৫ টি 

পোস্ট কোড (২) - STOGL1
শিক্ষাগত যোগ্যতা - Geology / Physics / Hydrology -র মাস্টার ডিগ্রিতে কমপক্ষে ৫৫% নম্বর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ - ১ টি 

পোস্ট কোড ( ৩)- STOCA1
শিক্ষাগত যোগ্যতা - Physics /Mathematics / Statistics /Computer Science -র মাস্টার ডিগ্রিতে কমপক্ষে ৫৫% নম্বর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ -১ টি 
               উল্লিখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে। এবিষয়ে বিস্তারিত তথ্য পাবেন অফিশিয়াল ওয়েবসাইটে।ওপরের সবকটি পোস্টের ক্ষেত্রে শুরুতে মাসিক বেতন - ৫৬,১০০ টাকা

            সিনিয়র টেকনিক্যাল অফিসার ২


পোস্ট কোড - STOGP2
শিক্ষাগত যোগ্যতা - Geophysics / Applied Geophysics / Hydrology / Physics -এ কমপক্ষে ৫৫% নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশরা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ - ৪টি 
               উল্লিখিত পোস্টের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে। এবিষয়ে বিস্তারিত তথ্য পাবেন অফিশিয়াল ওয়েবসাইটে।ওপরের পোস্টটির ক্ষেত্রে শুরুতে মাসিক বেতন - ৬৭,৭০০ টাকা

 নিয়োগ পদ্ধতি 

অবজেক্টিভ টাইপ ২০০ নম্বরের পরীক্ষার সময় থাকবে ৩ ঘন্টা। প্রথম ধাপের এই পরীক্ষাটি হবে কম্পিউটার বেসট। পরবর্তী ধাপের লিখিত পরীক্ষা সিলেবাস পাবেন NGRI -এর এই ওয়েবসাইটে।
তিন ধাপের লিখিত পরীক্ষা হবে। পেপার -১ এর পরীক্ষায় পাশ করলে পেপার -২ ও ৩ এর পরীক্ষায় বসা যাবে। পেপার-২ ও ৩ এর পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই প্রার্থী বেছে নেওয়া হবে।

সিলেবাস 

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে অনলাইনে ৩১ মে, ২০২১ এর মধ্যে  CSIR-NGRI এর অফিশিয়াল ওয়েবসাইটে। এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন  অফিশিয়াল ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ