ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্য পুলিশের  সি আই ডি তে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর  14 /CID/GL-I  Dated:3o /O6/2O21 । অস্থায়ী এবং চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে এই সকল পোস্টে- কম্পিউটার অ্যানালিস্ট, কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর , কম্পিউটার অপারেটর ও ডেটা এন্ট্রি অপারেটর। 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

(১) কম্পিউটার অ্যানালিস্ট- যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে PGDCA / B.Sc ( Computer Science) / BCA / DOEACC"A" level কোর্স পাশ রা আবেদনের যোগ্য। অ্যাপ্লিকেশান সফটওয়্যার মেইনটেন্যান্স, ইন্সটলেসান, ডি বি এম এস এবং ইমপ্লিমেন্টেসান এ দক্ষতা থাকা দরকার। শূন্যপদ ১৯ টি। বেতন মাসিক ২০, ০০০ টাকা। 

(২) কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর- কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট পাশরা আবেদনের যোগ্য। শূন্যপদ ২ টি। বেতন মাসিক ১৩, ০০০ টাকা। 

(৩) কম্পিউটার অপারেটর- কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট পাশরা আবেদনের যোগ্য। শূন্যপদ ১ টি। বেতন মাসিক ১৩, ০০০ টাকা। 

(৪) ডেটা এন্ট্রি অপারেটর- কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট পাশরা আবেদনের যোগ্য। শূন্যপদ ৭ টি। বেতন মাসিক ১৩, ০০০ টাকা।  

ইন্টারভিউ/ লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে।  নিম্নলিখিত লিঙ্ক থেকে আবেদনপত্রের বয়ান ও কল লেটার ডাউনলোড করে নির্দেশ অনুযায়ী ফর্ম ফিল আপ করে স্পিড পোস্টের মাধ্যমে বা অফিসের (ভবানী ভবন) গ্রাউন্ড ফ্লোরে রাখা ড্রপ বক্সে জমা করতে হবে ১৫ জুলাই, ২০২১ এর মধ্যে। খামের ওপরে কোন পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করে দেবেন। 

স্পিড পোস্টের ঠিকানা -  Additional Director General of Police, CID, West Bengal

আবেদনপত্রের সঙ্গে দিতে হবে এই সকল ডকুমেন্ট (with self attested) - 

(১) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেট / মার্কশিট

(২) বয়সের প্রমাণপত্র ( মাধ্যমিকের অ্যাডমিট / বার্থ সার্টিফিকেট / সমতুল প্রমাণপত্র) 

(৩) বাসস্থানের প্রমাণপত্র

আবেদনপত্রের বয়ান এবং অফিসিয়াল তথ্য -   CLICK HERE

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন সি আই ডি'র এই ওয়েবসাইট- https://cidwestbengal.gov.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ