ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : জেলা আদালতে  ক্লার্ক, পিওন সহ বিভিন্ন পোস্টে মোট ৯৩ জন কর্মী নিয়োগ করা হবে। জেলা নিয়োগকারী কমিটির সাম্প্রতিক মিটিং এ (১২/০১/২২) এই নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। গত ৩১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী যে যে পোস্টে শূন্যপদ রয়েছে সেগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পোস্ট অনুযায়ী শূন্যপদ ও বেতনক্রম


) ইংরেজি স্টেনোগ্রাফার
শূন্যপদ - ৫টি
বেতনক্রম - ৩২,১০০/- টাকা - ৮২,৯০০/- টাকা

২) বাংলা ট্রান্সলেটর
শূন্যপদ - ৩টি
বেতনক্রম - ২৮,৯০০/- টাকা - ৭৪,৫০০/- টাকা

৩) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ২৮টি
বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা

৪) প্রসেস সার্ভার
শূন্যপদ - ৮টি
বেতনক্রম - ২১,০০০/- টাকা - ৫৪,০০০/- টাকা

৫) পিয়ন/নাইট গার্ড
শূন্যপদ - ৪৯টি
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৪৩,৬০০/- টাকা

 

Official Notice Download Here

 

বীরভূম জেলা আদালতে এই নিয়োগ করা হবে।

কোন পোস্টের জন্য কি যোগ্যতা রয়েছে, কীভাবে প্রার্থী বাছাই করা হবে, পরীক্ষার সিলেবাস কি, কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কি রয়েছে ---- এই সব কটি বিষয়ের বিস্তারিত তথ্য খুব শীঘ্রই প্রকাশিত হবে।

পরীক্ষার্থীদের আগাম প্রস্তুতির জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দেওয়া হল। বিস্তারিত তথ্য বাংলায় জানতে চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইট (https://www.skillbengal.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/skillbengalofficial)  এবং ইউ টিউব চ্যানেলে (https://www.youtube.com/c/SkillBengal )। 

আরও বিস্তারিত তথ্য পাবেন  নীচে দেওয়া ৩ টি ওয়েবসাইটে -

১) https://www.calcuttahighcourt.gov.in/ 

২) www.birbhum.gov.in  

3) www.districts.ecourts.gov.in/birbhum 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ