Breaking News: জেলা আদালতে ক্লার্ক, পিওন সহ বিভিন্ন পোস্টে নিয়োগ এর বিজ্ঞপ্তি
স্কিল বেঙ্গল ডেস্ক : জেলা আদালতে ক্লার্ক, পিওন সহ বিভিন্ন পোস্টে মোট ৯৩ জন কর্মী নিয়োগ করা হবে। জেলা নিয়োগকারী কমিটির সাম্প্রতিক মিটিং এ (১২/০১/২২) এই নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। গত ৩১ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী যে যে পোস্টে শূন্যপদ রয়েছে সেগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোস্ট অনুযায়ী শূন্যপদ ও বেতনক্রম
১) ইংরেজি স্টেনোগ্রাফার
শূন্যপদ - ৫টি
বেতনক্রম - ৩২,১০০/- টাকা - ৮২,৯০০/- টাকা
২) বাংলা ট্রান্সলেটর
শূন্যপদ - ৩টি
বেতনক্রম - ২৮,৯০০/- টাকা - ৭৪,৫০০/- টাকা
৩) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ২৮টি
বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা
৪) প্রসেস সার্ভার
শূন্যপদ - ৮টি
বেতনক্রম - ২১,০০০/- টাকা - ৫৪,০০০/- টাকা
৫) পিয়ন/নাইট গার্ড
শূন্যপদ - ৪৯টি
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৪৩,৬০০/- টাকা
Official Notice | Download Here |
বীরভূম জেলা আদালতে এই নিয়োগ করা হবে।
কোন পোস্টের জন্য কি যোগ্যতা রয়েছে, কীভাবে প্রার্থী বাছাই করা হবে, পরীক্ষার সিলেবাস কি, কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কি রয়েছে ---- এই সব কটি বিষয়ের বিস্তারিত তথ্য খুব শীঘ্রই প্রকাশিত হবে।
পরীক্ষার্থীদের আগাম প্রস্তুতির জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দেওয়া হল। বিস্তারিত তথ্য বাংলায় জানতে চোখ রাখুন স্কিল বেঙ্গল এর ওয়েবসাইট (https://www.skillbengal.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/skillbengalofficial) এবং ইউ টিউব চ্যানেলে (https://www.youtube.com/c/SkillBengal )।
আরও বিস্তারিত তথ্য পাবেন নীচে দেওয়া ৩ টি ওয়েবসাইটে -