ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোড উইংস  'বর্ডার রোডস অর্গানাইজেশন' এ মাল্টি স্কিল ওয়ার্কার এর বিভিন্ন পোস্ট সহ আরও অন্যান্য পদে মোট ৩৫৪ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - ADVT No.02/2021। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৭ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) মাল্টি স্কিলড ওয়ার্কার পেইন্টার
শূন্যপদ - ৩৩টি (SC - 6, ST - 2, OBC - 22, EWS -3)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট/ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সার্টিফিকেট/ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং ইন দ্য ভোকেশনাল ট্রেডস/স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে পেইন্টার এর সার্টিফিকেট থাকতে হবে অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশনস অনুযায়ী পেইন্টিং এর ২টি কোর্স পাশ হতে হবে।
বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

২) মাল্টি স্কিলড ওয়ার্কার মেস ওয়েটার
শূন্যপদ - ১২টি (UR - 7, SC - 4, EWS - 1)
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

৩) ভেহিকেল মেকানিক
শূন্যপদ - ২৯৩টি (UR - 121, SC - 51, ST - 28, OBC - 64, EWS - 29)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং মোটর যানবাহন/ডিজেল/হিট ইঞ্জিন এর মেকানিক সার্টিফিকেট থাকতে হবে অথবা ইন্টারনাল কমবাসশন ইঞ্জিন/ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এর ট্র্যাক্টর এর মেকানিক সার্টিফিকেট অথবা যে কোনও আর্মি ইনস্টিটিউট থেকে ডিফেন্স ট্রেড সার্টিফিকেট বা সমতুল বা ডিফেন্স সার্ভিস রেগুলেশনস অনুযায়ী ভেহিকেল মেকানিক এর ক্লাস ২ কোর্সে পাশ হতে হবে।
বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

৪) ড্রাইভার মেকানিকাল ট্রান্সপোর্ট (OG)
শূন্যপদ - ১৬টি (UR - 8, ST - 7, EWS - 1)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং ভারী মোটর যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশনস অনুযায়ী ড্রাইভার প্লান্ট মেকানিকাল ট্রান্সপোর্ট এর জন্য ক্লাস ৩ কোর্সে পাশ হতে হবে।
বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

 

 অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

কেবল মাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন।

নির্বাচন পদ্ধতি


লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার ফলাফল অনুযায়ী প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৭ জানুয়ারি, ২০২২ এর মধ্যে (as per official publication on employment newspaper dated 4 Dec 2021)। তবে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, লাদাখ, জম্মু ও কাশ্মীর প্রভৃতি অসমভূমি অঞ্চলের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি, ২০২২। আবেদন পত্রটি BRO এর অফিসিয়াল ওয়েবসাইট  থেকে ডাউনলোড করতে হবে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে উপরে লিখতে হবে - 
' APPLICATION FOR THE POST OF_____Category UR/SC/ST/EWSs/ESM/CPL. WEIGHTAGE PERCENTAGE IN ESSENTIAL QUALIFICATION. '


পূরণ করা আবেদনপত্র ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Commandant, GREF CENTRE, Dighi Camp, Pune - 411 015 '।

আবেদন ফি ৫০/- টাকা। তবে এসসি/এসটি এর ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে লাগবে না। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BRO এর অফিসিয়াল ওয়েবসাইট - www.bro.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ