ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নবরত্ন সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer – I) নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ২১ মে, ২০২১ -এর মধ্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। 

শূন্যপদ ৩০ টি (GEN- 12, OBC-  8, SC- 4 , ST- 3 , EWS- 3)। 

শিক্ষাগত যোগ্যতা

যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Electronics & communication / E & T / Telecommunication এ পূর্ণ সময়ের  (৪ বছরের) ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। General, OBC, এবং EWS আবেদনকারীদের First Class এবং SC, ST, এবং PWD দের পাশ নম্বর থাকতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীর নীচের বিষয়গুলিতে কমপক্ষে ৬ মাসের কাজের অভিজ্ঞতা  থাকা দরকার-  

1) Ethernet communication 10Mbps to 10Gpbs, LAN & WAN Concepts

2) Ethernet Layers ( TCP/ IP),  IPv6

3) Switching equipments like routers, switches, hubs, Etc.

4) Ethernet & optical test instruments 

5) TDM, PDH (E1-E4), SDH (STM-1 to STM-64) communication 

6) Voltage regulators, lnverters, Batteries used in communication equipments 

7) EMI / EMC standards and testing methodologies

                বয়সসীমা 

বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২১ অনুযায়ী ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। 

           নিয়োগ পদ্ধতি 

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। ফাইনাল মেধা তালিকা তৈরি হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউতে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে। 

মাসিক বেতন প্রথম বছর ২৫,০০০ টাকা, দ্বিতীয় বছর ২৮,০০০ টাকা এবং তৃতীয় বছর ৩১,০০০ টাকা। প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ হলেও চুক্তির মেয়াদ ৩ বছর পর্যন্ত বাড়তে পারে। 

         আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে অনলাইনে ২১ মে, ২০২১ -এর মধ্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের ফি ২০০ টাকা, তবে PWD, SC,  এবং ST প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ