এশিয়াটিক সোসাইটিতে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থা এশিয়াটিক সোসাইটি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে। বিজ্ঞপ্তি নম্বর - TASK/2021/01। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ নভেম্বর, ২০২১ (সন্ধ্যে ৬টা) এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
শূন্যপদ - ২টি (UR - 1, OBC - 1)
যোগ্যতা - লাইব্রেরী সায়েন্স/ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রী সহ যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং ডকুমেন্টেশন বা সমতুল্য কোন প্রফেশনাল ডিগ্রী থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর
পে স্কেল - পে লেভেল - ৭
২) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ৯টি (UR - 7, SC - 1, OBC - 1)
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে টাইপিং এর জ্ঞান থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ২৭ বছর
পে স্কেল - পে লেভেল - ২
৩) বাইন্ডার / মেন্ডার
শূন্যপদ - ১টি (UR - 1)
যোগ্যতা - সপ্তম শ্রেণী পাশ । সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ২৭ বছর
পে স্কেল - পে লেভেল - ২
৪) জুনিয়র অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ৫টি (UR - 4, SC - 1)
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ । সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর
পে স্কেল - পে লেভেল - ১
নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে সরকারের নিয়ম বিধি অনুযায়ী বয়সের ছাড় আছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ নভেম্বর, ২০২১ (সন্ধ্যে ৬টা) এর মধ্যে। প্রথমে এশিয়াটিক সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটটি হল - https://www.asiaticsocietykolkata.org ।
আবেদনপত্রের বয়ান - ডাউনলোড
পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের অ্যাটেস্টেড কপি স্পীড পোস্ট বা ক্যুরিয়ার করে পাঠাতে হবে এই ঠিকানায় - ' To the General Secretary, The Asiatic Society, 1 Park Street, Kolkata - 700016 '।
খামের উপর বোল্ড লেটারে লিখতে হবে -“Application for the post of ......................................... against Vacancy Notice No. TASK/2021/01 Dated 08.10.2021”
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এশিয়াটিক সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইট - www.asiaticsocietykolkata.org ।