ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  প্রসার ভারতীর আঞ্চলিক সংবাদ ইউনিট 'অল ইন্ডিয়া রেডিও' র কলকাতা শাখায়  বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর - Kol-9(1)/2021-CE। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ২৭ জুলাই, ২০২১ এর মধ্যে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

আবেদনের ফর্ম  CLICK HERE 

পোস্ট অনুযায়ী যোগ্যতা

(১) এডিটর ( বাংলা ) - যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সাংবাদিকতায় ১ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি অথবা প্রিন্ট / ইলেকট্রনিক মিডিয়াতে রিপোর্টার বা এডিটর এর কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বাংলা ভাষায় দক্ষতা থাকা দরকার। 

(২) নিউজ রিডার তথা অনুবাদক ( বাংলা ) - যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা বাংলা ভাষায় দক্ষতা  থাকলে এবং ব্রডকাস্টিং এর জন্য গলার ভয়েস ভালও হলে আবেদন করতে পারেন। 

(৩) নিউজ রিপোর্টার ( বাংলা ) -  যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সাংবাদিকতায় ১ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি অথবা প্রিন্ট / ইলেকট্রনিক মিডিয়াতে রিপোর্টার বা এডিটর এর কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকা দরকার।  

(৪) ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট ( বাংলা ) - যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা রেডিও প্রোডাক্সান এ ডিপ্লোমা এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার অ্যাপ্লিকেশান এ জ্ঞান, টাইপিং এবং অডিও এডিট করার দক্ষতা থাকতে হবে। 

(৫) ওয়েব এডিটর - যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সাংবাদিকতায় ১ বছরের ডিপ্লোমা বা ডিগ্রি অথবা প্রিন্ট / ইলেকট্রনিক মিডিয়াতে রিপোর্টার বা এডিটর এর কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকা দরকার। 

বয়সসীমা 


প্রতিটি পদের ক্ষেত্রেই সর্বনিম্ন বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর।

নির্বাচন পদ্ধতি


প্রতিটি পদের ক্ষেত্রেই নির্বাচন পদ্ধতিটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে ও পরবর্তী পর্যায়ে পদ অনুযায়ী স্কিল টেস্ট এবং ইন্টারভিউতে ডাকা হবে। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউ এর পরে প্রার্থীদের চূড়ান্ত মেধা তালিকা www.prasarbharati.gov.in/vacancies/ ও www.newsonair.gov.in এ প্রকাশ করা হবে। মূলত কলকাতা এবং পাশাপাশি এলাকায় বসবাসকারী ব্যক্তিদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক নিয়োগ করা হবে। মাসে সর্বাধিক ৬ দিন অ্যাসাইনমেন্ট ভিত্তিক কাজ দেওয়া হতে পারে। এই নিয়োগ কখনই স্থায়ী চাকরি নয়। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ২৭ জুলাই, ২০২১ এর মধ্যে। আবেদনের ফর্ম  CLICK HERE 

আবেদনের ফি ৩০০ টাকা (এসসি/ এসটি/ ওবিসি ক্যাটাগরির আবেদন ফি ২২৫/- টাকা) দিতে হবে ব্যাংক ড্রাফটের মাধ্যমে। ড্রাফট কাটবেন এই ঠিকানায়-  ' in favour of the DDO, All India Radio, Kolkata'। একাধিক পদে আবেদন করতে চাইলে আলাদা ফি দিয়ে আলাদাভাবে আবেদন করতে হবে। খামের ওপরে কোন পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করে দেবেন এই ভাবে - “Application for Editor (Bengali)/ News Readercum-Translator (Bengali)/ Reporter (Bengali)/ Broadcast Assistant/ Web Editor in RNU, AIR, Kolkata”। আবেদনপত্র পাঠানোর ঠিকানা-  "Sr. Administrative Officer, All India Radio, Akashvani Bhawan, Eden Gardens, Kolkata-70000"1 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অল ইন্ডিয়া রেডিওর অফিসিয়াল ওয়েবসাইট- https://www.newsonair.gov.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ