ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল হেলথ মিশনের অধীন কমিউনিটি হেলথ অফিসার পোস্টে মোট ৩ হাজার কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। 

নিয়োগ করা হবে রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। এই ৩ হাজার কর্মীর মধ্যে ১৫০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে নার্সিং পাশ দের থেকে আর বাকি ১৫০০ টি পোস্টে নিয়োগ করা হবে বিএএমএস পাশ প্রার্থীদের থেকে। 

আবেদন করতে হবে অনলাইনে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ নভেম্বর, ২০২১ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি

১) কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) - click here

২) কমিউনিটি হেলথ অফিসার (বিএএমএস) - click here 

যোগ্যতা

১) কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) - ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২০২০ / ২০২১ সালের বি.এসসি নার্সিং/পোস্ট বেসিক বি.এসসি নার্সিং (BPCCHN এর ইন্টিগ্রেটেড কোর্স)পাশ এবং  ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল (WBNC) এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে। 

২) কমিউনিটি হেলথ অফিসার (বিএএমএস) -  বিএএমএস (BAMS) পাশ এবং  পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ (WBAC) এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে। 

পাশাপাশি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাংলা ভাষাতে পড়া, লেখা ও কথা বলায় সাবলীল হতে হবে। এম এস অফিস এবং ইন্টারনেট জানা থাকলে ভালো হয়।

মুক্ত এবং দূর শিক্ষা বিভাগের ছাত্র ছাত্রীরা আবেদন এর যোগ্য নন। 

বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২১ অনুযায়ী  ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি

 ১) কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) - লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে  প্রার্থী বাছাই করা হবে। মোট পরীক্ষা ১০০ নম্বরের। এর মধ্যে ৮৫% নম্বর থাকবে লিখিত পরীক্ষায় এবং বাকি ১৫% নম্বর থাকবে ইন্টারভিউতে। 


২) কমিউনিটি হেলথ অফিসার (বিএএমএস) - সংশ্লিষ্ট যোগ্যতার পরীক্ষাতে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। মোট পরীক্ষা ১০০ নম্বরের। এর মধ্যে ৮৫% নম্বর থাকবে অ্যাকাডেমিক রেজাল্টের উপর যার মধ্যে ১৫% নম্বর থাকবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর, ২০% নম্বর থাকবে উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর এবং বাকি ৫০% নম্বর থাকবে BAMS এর প্রাপ্ত স্কোরের উপর। আর বাকি ১৫% নম্বর থাকবে ইন্টারভিউতে। 

বেতন

 ১) কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) - চুক্তি ভিত্তিক মেয়াদে অস্থায়ী ভাবে এই নিয়োগ করা হবে। বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা। তবে দক্ষতার ভিত্তিতে প্রতি মাসে সর্বাধিক ৫ হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। 

২) কমিউনিটি হেলথ অফিসার (বিএএমএস) -  চুক্তি ভিত্তিক মেয়াদে অস্থায়ী ভাবে এই নিয়োগ করা হবে। প্রাথমিক সময় সীমা - ৬ মাস। বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা। তবে দক্ষতার ভিত্তিতে প্রতি মাসে সর্বাধিক ৫ হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। 


আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ নভেম্বর, ২০২১ এর মধ্যে।

ওয়েবসাইটটি হল - www.wbhealth.gov.in । 
রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ১০ নভেম্বর, ২০২১। অনলাইন রেজিস্ট্রেসান ফর্ম এর এক কপি প্রিন্ট করে রেখে দেবেন। নিয়োগ প্রক্রিয়ার সময় এটি কাজে লাগবে। 

আবেদন ফি ১০০/- টাকা। আবেদন ফি  জমা করার শেষ তারিখ ১২ নভেম্বর, ২০২১।

সম্পূর্ণ আবেদনপত্র অনলাইনে জমা করার শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২১।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট - www.wbhealth.gov.in  ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ