রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ৬০০৬ জন কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ৬০০৬ জন কর্মী নিয়োগ করা হবে ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রটমেন্ট বোর্ডের মাধ্যমে।
আবেদন করতে হবে অনলাইনে WBHRB এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৮ নভেম্বর, ২০২১ এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি
- Recruitment for Medical Technologist Grade III (Last Date - 2021-11-18 )
- Recruitment for Staff Nurse (GNM), Grade-II/12/2021 (Last Date - 2021-11-18 )
- Recruitment for Staff Nurse (Basic BSc & Post Basic BSc), Grade-II/08/2021 (Last Date - 2021-11-18 )
- Recruitment for Scientific Officer under Director of SPLPIM, Kalyani (Last Date - 2021-11-18 )
- Recruitment for Assistant Superintendent (Non-Medical) (Last Date - 2021-11-18 )
- Recruitment for MEDICAL OFFICER (KSHARSUTRA) (Last Date - 2021-11-18 )
- Recruitment for Dental Technician / Dental Mechanic, Grade-III (Last Date - 2021-11-18 )
অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক
Login |
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) মেডিক্যাল টেকনোলজিস্ট
বিজ্ঞপ্তি নম্বর - R/MT(LAB)/14/2021
শূন্যপদ - ১৩২টি (UR - 67, SC - 30, ST - 8, OBC-A - 13, OBC-B - 10, PWD - 4)
যোগ্যতা - ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাশ এবং মেডিক্যাল টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রী বা মেডিক্যাল টেকনোলজিতে দুই/এক বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ২১ বছর থেকে ৩৯ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮২ সাল থেকে ১ জানুয়ারি, ২০০০ সালের মধ্যে।
বেতন - ২৮,৯০০/- টাকা
২) ডেন্টাল টেকনিশিয়ান/ ডেন্টাল মেকানিক
বিজ্ঞপ্তি নম্বর - R/Dental Tech./Dental Mech.,GR-III/10/2021
শূন্যপদ - ১৯টি (UR - 8, SC - 5, ST - 1,OBC-A - 2, OBC-B - 2, PWD - 1)
যোগ্যতা - ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাশ এবং ডেন্টাল টেকনিশিয়ান এ দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮১ সাল থেকে ১ জানুয়ারি, ২০০৩ সালের মধ্যে।
বেতন - ২৮,৯০০/- টাকা
৩) অ্যাসিস্ট্যান্ট সুপারিটেনডেন্ট (নন মেডিক্যাল)
বিজ্ঞপ্তি নম্বর - R/AS (NM)/13/2021
শূন্যপদ - ৪৩টি (UR - 5, SC - 4, ST - 18,OBC-A - 9, OBC-B - 2, PWD - 5)
যোগ্যতা - যে কোনো শাখাতে ব্যাচেলর ডিগ্রী এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী বা ডিপ্লোমা অথবা হসপিটাল ম্যানেজমেন্ট এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী বা ডিপ্লোমা থাকতে হবে ও বাংলা ভাষা লেখা এবং বলাতে দক্ষতা থাকতে হবে।
বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮৫ সাল থেকে ১ জানুয়ারি, ২০২১ সালের মধ্যে।
বেতন - ৪০,২০০/- টাকা
৪) মেডিক্যাল অফিসার
বিজ্ঞপ্তি নম্বর - R/MO (Ksharautra)/15/2021
শূন্যপদ - ১টি (UR - 1)
যোগ্যতা - আয়ুর্বেদ এ ৫ বছরের ডিগ্রী (BAMS) এবং ইউ জি সি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/CCIM অনুমোদিত কোনো ইনস্টিটিউশনে শল্যতন্ত্রতে MD (আয়ুর্বেদ)পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও বাংলা ভাষা লেখা এবং বলাতে দক্ষতা থাকতে হবে।
বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৪০ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮১ সাল থেকে ১ জানুয়ারি, ২০০০ সালের মধ্যে।
বেতন - ৫৮,২৯৮/- টাকা
৫) সাইন্টিফিক অফিসার (under Director of SPLPIM, Kalyani)
বিজ্ঞপ্তি নম্বর - R/Scientific Officer/09/2021
শূন্যপদ - ১টি (UR - 1)
যোগ্যতা - বি.ফার্ম/বি.ফার্ম (আয়ুর্বেদ) এ ডিগ্রী অথবা ইউ জি সির স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রী বা আয়ুর্বেদ এ ডিগ্রী থাকতে হবে।
বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৭৬ সাল থেকে ১ জানুয়ারি, ২০০০ সালের মধ্যে।
বেতন - ৩৯,৯০০/- টাকা
৬) স্টাফ নার্স
বিজ্ঞপ্তি নম্বর - R/Staff Nurse, Gd-II/08/2021
শূন্যপদ - ২১৪০টি (UR - 663, SC - 751, ST - 218,OBC-A - 399, OBC-B - 101, PWD - 8)
যোগ্যতা - নার্সিং এ বেসিক বি.এসসি/পোস্ট বেসিক বি.এসসি কোর্সে পাশ হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এ রেজিস্টার্ড ও বাংলা/নেপালি ভাষা বলা এবং লেখাতে দক্ষতা থাকতে হবে।
বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ২০ বছর থেকে ৩৯ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮২ সাল থেকে ১ জানুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতন - ২৯,৮০০/- টাকা
৭) স্টাফ নার্স (GNM Male/Female)
বিজ্ঞপ্তি নম্বর - R/Staff Nurse, Gd-II/12/2021
শূন্যপদ - ৩৯৭৪টি [Male - 397টি(UR - 124, SC - 140, ST - 40,OBC-A - 74, OBC-B - 18, PWD - 1), Female - 3577টি(UR - 1108, SC - 1255, ST - 363,OBC-A - 668, OBC-B - 170, PWD - 13)]
যোগ্যতা - স্বীকৃতি প্রাপ্ত নার্সিং ট্রেনিং স্কুল/কলেজ থেকে জেনারেল নার্সিং এবং মিডউইফেরি কোর্সে পাশ হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এ রেজিস্টার্ড ও বাংলা/নেপালি ভাষা বলা এবং লেখাতে দক্ষতা থাকতে হবে।
বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ২০ বছর থেকে ৩৯ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮২ সাল থেকে ১ জানুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতন - ২৯,৮০০/- টাকা
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই নির্দিষ্ট ক্যাটাগরি গুলির জন্য সরকারের নিয়ম বিধি অনুযায়ী বয়সের ছাড় আছে।
নিয়োগ করা হবে অস্থায়ী হিসেবে তবে পরবর্তী সময়ে তা স্থায়ী হতে পারে।
নির্বাচন পদ্ধতি
প্রার্থী নির্বাচিত করা হবে সংশ্লিষ্ট কোর্স/ডিগ্রী/ডিপ্লোমাতে প্রাপ্ত নম্বর অর্থাৎ অ্যাকাডেমিক রেজাল্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। তবে আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে লিখিত পরীক্ষা/প্রিলিমিনারী টেস্ট এর মাধ্যমেও প্রার্থী বাছাই হতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ১৮ নভেম্বর, ২০২১ (দুপুর ১টা) এর মধ্যে WBHRB এর এই ওয়েবসাইটে - http://www.wbhrb.in/ ।
অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক- click here
ক্রমিক ১ ও ২নং পোস্টের আবেদন ফি ১৬০/- টাকা এবং বাকি ৩নং থেকে ৭নং পোস্টের আবেদন ফি ২১০/- টাকা। আবেদন ফি জমা করতে হবে অনলাইনে GRPS (Govt. Receipt Portal System) এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WBHRB এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in ।