ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় নৌ বাহিনীতে শর্ট সার্ভিস কমিশনের ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে কোর্স করিয়ে জেনারেল সার্ভিসে নিয়োগ করা হবে। কেরালার  ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমিতে ২০২২ সালের জানুয়ারি মাসে কোর্স শুরু হবে। মোট শূন্যপদ ৪০ টি।  কেবল মাত্র অবিবাহিত যোগ্য ছেলেরাই আবেদনের যোগ্য। আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে ১৬ জুলাই, ২০২১ থেকে ৩০ জুলাই, ২০২১ এর মধ্যে। 

যোগ্যতা

কমপক্ষে ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট হতে হবে এই ১১ টি শাখার যে কোন একটিতে- (i) Electrical (ii) Electronics (iii) Tele Communication   (iv) Electronics & Communication (v) Power Engineering (vi) Power Electronics (vii) Electronics & Instrumentation / Applied Electronics & Instrumentation (viii) Instrumentation & Control (ix) Instrumentation (x) Applied Electronics and Communication (AEC) (xi) Electrical & Electronics । 

গ্রাজুয়েসানের ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। সেক্ষেত্রে ১৫ নভেম্বর, ২০২১ এর মধ্যে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার খবর সংশ্লিষ্ট প্রার্থীকে জানাতে হবে এই মেল আই ডি তে- officer@navy.gov.in। 

জন্মতারিখ হওয়া চাই ০২ জানুয়ারি ১৯৯৭ থেকে ০১ জুলাই ২০০২ এর মধ্যে।

 

নির্বাচন পদ্ধতি 


করোনা পরিস্থিতির জন্য শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের উপর ভিত্তি করে প্রাথমিক ভাবে প্রার্থী বাছাই করা হবে। গ্রাজুয়েসানের পঞ্চম সেমিস্টার পর্যন্ত কত নম্বর পেয়েছেন তার উপর ভিত্তি করে এস এস বি ইন্টারভিউর জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের এস এম এস বা ইমেল করে জানিয়ে দেওয়া হবে। সেপ্টেম্বর ২০২১ এ সেই প্রার্থীদের ব্যাঙ্গালোর/ভোপাল/বিশাখাপত্তনম/ কলকাতাতে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। সেখানে তাদের শারীরিক পরীক্ষাও করা হবে। প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনের তালিকা ১৫ই নভেম্বর ২০২১ এর মধ্যে প্রকাশিত হবে।

এস এস বি ইন্টারভিউতে পাওয়া নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। 

যোগ্য প্রার্থীদের সাব লেফটেন্যান্ট র‍্যাঙ্কে ২২ সপ্তাহের নেভাল ওরিয়েন্টেশন ট্রেনিং হবে। এস এস সি ইলেকট্রিক্যাল অফিসার হিসেবে ২ বছর প্রবেশন পিরিয়ড রয়েছে। শুরুতে ১০ বছরের চাকরি, যা প্রয়োজনে ৪ বছর পর্যন্ত বাড়তে পারে।


আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে ১৬ জুলাই, ২০২১ থেকে ৩০ জুলাই, ২০২১ এর মধ্যে।

আবেদনের লিঙ্ক -  CLICK HERE

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://www.joinindiannavy.gov.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ