পুলিশে কয়েক হাজার কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার দ্বারা পুলিশে মোট ৪৩০০ জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে ৩০ আগস্ট, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সাব - ইন্সপেক্টর (GD in CAPF)
মোট শূন্যপদ - ৩৯৬০টি
ক) BSF - ৩৫৩টি
খ) CISF - ৮৬টি
গ) CRPF - ৩১১২টি
ঘ) ITBP - ১৯১টি
ঙ) SSB - ২১৮টি
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা
আরও পড়ুনঃ URGENT JOB: বিভিন্ন সংস্থায় কর্মী নিয়োগ
২) সাব - ইন্সপেক্টর (এক্সিকিউটিভ)
মোট শূন্যপদ - ৩৪০টি
পুরুষ - ২২৮টি
মহিলা - ১১২টি
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৭০ সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৮০সেমি -
৮৫ সেমির মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি। পাশাপাশি শারীরিক ভাবে সক্ষম হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও অন্যান্য কিছু ক্ষেত্রে ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এন্ডুরান্স টেস্ট ও মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষার দুটি পেপার যথা - পেপার - ১ ও পেপার - ২। প্রতিটি পেপারের নম্বর ২০০ ও মোট সময়সীমা ২ ঘণ্টা।
নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় নভেম্বর, ২০২২।
পরীক্ষার নম্বর, ধরণ, সিলেবাস, অ্যাডমিট কার্ড প্রভৃতি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in ।
দিল্লী পুলিশে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এর মাধ্যমে ৩০ আগস্ট, ২০২২ এর মধ্যে।
আরও পড়ুনঃ দেশে চালু হল কর্বেভ্যাক্স, কীভাবে পাবেন এই বুস্টার ডোজ?
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স - সার্ভিসম্যান/ মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ BHIM UPI ইত্যাদির মাধ্যমে।
টাকা জমা করার শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২২।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।