ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ হোমিওপ্যাথি (CCRH) তে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - 40/2022।

ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

পোস্ট - মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট

শূন্যপদ - ২২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

নির্বাচন পদ্ধতি

 

লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

১৫০ নম্বরের লিখিত পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা।

MCQ টাইপ প্রশ্ন করা হবে। প্রশ্নপত্র ইংরেজি ভাষাতে করা হবে।

নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। 

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে CCRH এর অফিসিয়াল ওয়েবসাইট www.ccrhindia.nic.in এর মাধ্যমে ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফট/পে অর্ডার এর মাধ্যমে।

অনলাইনে আবেদন ও আবেদন মূল্য জমা করার প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেই আবেদন পত্র ও প্রয়োজনীয় তথ্যাদির কপি ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Director General, Central Council for Research in Homeopathy, 61 - 65, Institutional Area, Opposite D - Block, Janakpuri, New Delhi - 110058 '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CCRH এর অফিসিয়াল ওয়েবসাইট www.ccrhindia.nic.in

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ