ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg
সুদীপ ঘোষ:- শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ করছে  রহড়া রামকৃষ্ণ মিশন। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ১৪ জুন , ২০২২ এর মধ্যে। 
 

শূন্যপদ ও যোগ্যতা

 
ক) সহ শিক্ষক:- 
১) বায়োসায়েন্স- ১( ও. বি. সি- এ)
২) ইতিহাস-১( এস. সি)
যোগ্যতা:- নির্দিষ্ট বিষয়ে স্নাতক এবং বি. এড ডিগ্রি। বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। 
 
খ) শিক্ষাকর্মী:- 
 গ্রুপ ডি ( পিওন)-১( এস. সি.)
যোগ্যতা:- অষ্টম শ্রেণী পাশ। বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। 
 
 

নিয়োগ পদ্ধতি

 
শিক্ষক - লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর ও ডেমো টিচিং সহ মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা তালিকা তৈরি হবে।
 
নম্বর বিভাজন- মোট-১০০
১) লিখিত পরীক্ষা-৫৫(বিষয়-৪৫+ মিশনের জ্ঞান-১০)
২) অ্যাকাডেমিক স্কোর-৩৫
৩) মৌখিক পরীক্ষা-১০(ভাইভা-৫+ ডেমো টিচিং-৫)
 
 
শিক্ষা কর্মী - লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে।
 
নম্বর বিভাজন--মোট- ৫০
১) জিকে+ কারেন্ট অ্যাফেয়ার্স+ ইন্টেলিজেন্স-১১
২) ইংলিশ-৭
৩) ম্যাথ- ৭
৪) মিশনের জ্ঞান-১৫।
৫) মৌখিক- ১০
 
লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ -৩রা জুলাই,২০২২।
 
 

আবেদন পদ্ধতি 

 
শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পত্রের বয়ান পাওয়া যাবে ১২ জুন পর্যন্ত নীচের ২ টি ওয়েবসাইট থেকে - 
 
 
 
আবেদনের মূল্য ৫০০ টাকা।তবে  সংরক্ষিত শ্রেণীর জন্য (এস.টি, এস.সি., ওবিসি - এ+বি)-৪০০ টাকা।বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য- ৩০০ টাকা।আবেদন মূল্য ফর্ম জমা করার সময় নগদে জমা করতে হবে।
 
পূরণ করা আবেদনপত্র  শুধুমাত্র সরাসরি স্কুলের অফিসে জমা করতে হবে ১৪ জুনের মধ্যে । ঠিকানা- রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল (এইচ. এস.) রহড়া, ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা-৭০০১১৪।
 
আবেদন পত্রের সঙ্গে দেবেন নীচের ডকুমেন্টের জেরক্স কপি- 
 
১) মাধ্যমিকের অ্যাডমিট।
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) সচিত্র পরিচয় পত্র।
৪) জাতিগত শংসাপত্র।
৫) বি. এড কলেজের প্রমাণপত্র ( শিক্ষক পদের জন্য)
৬) ২ টি ছবি।
 
আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে - http://www.rkmissionrahara.org/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ