ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় রেলের নর্থ - সেন্ট্রাল রেলওয়ে বিভাগে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - RRC/NCR/01/2022।

(APPRENTICES Recruitmect at Northern-Central Railway, Indian rail)

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

 

আরও পড়ুনঃ Urgent Recruitment: ৫ টি কোম্পানি তে কাজের সুযোগ 

আবেদন করতে হবে অনলাইনে ১ আগস্ট, ২০২২ তারিখের মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 অনুযায়ী। 

ট্রেনিং এর মেয়াদ - ১ বছর।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

যে যে ডিভিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) প্রয়াগরাজ ডিভিশন

ক) মেকানিকাল ডিপার্টমেন্ট
মোট শূন্যপদ - ৩৬৪টি

খ) ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট
মোট শূন্যপদ - ৩৩৯টি

২) ঝাঁসি ডিভিশন
মোট শূন্যপদ - ৪৮০টি

 

আরও পড়ুনঃ Viral: জলে ডুবে যাওয়া থেকে উদ্ধার করল ড্রোন, দেখুন ভিডিও

৩) ওয়ার্কশপ ঝাঁসি
মোট শূন্যপদ - ১৮০টি

৪) আগ্রা ডিভিশন
শূন্যপদ - ২৯৬টি

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

এছাড়াও শারীরিক ভাবে সক্ষম হতে হবে।

কিছু নির্দিষ্ট ট্রেডের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হলেও চলবে।

বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - নিয়ম বিধি অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

সেই সকল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে RRC - NRC এর অফিসিয়াল ওয়েবসাইট-এর মাধ্যমে ১ আগস্ট, ২০২২ তারিখের মধ্যে।

আবেদন মূল্য ১০০/- টাকা।

 

আরও পড়ুনঃ স্বল্পমেয়াদী সার্টিফিকেট কোর্সে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RRC - NRC এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrcpryj.org

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ