jobs at UBKV: কর্মী নিয়োগ করছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
স্কিল বেঙ্গল ডেস্ক : উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ (jobs at UBKV) করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ১৩ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুন -
MSCWB recruitment: রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) প্রফেসর
শূন্যপদ - ১৫টি
যোগ্যতা - পি এইচ ডি ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর বা উচ্চ মানের দ্বিতীয় শ্রেণীর নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ১০টি রিসার্চ ওয়ার্ক ও জার্নাল লেখা পাবলিশড হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,৪৪,২০০/- টাকা
আরও পড়ুন -
এবার চাকরি পাবেন আপনিও
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - পি এইচ ডি ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর বা উচ্চ মানের দ্বিতীয় শ্রেণীর নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ৫টি রিসার্চ ওয়ার্ক ও জার্নাল লেখা পাবলিশড হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,৩১,৪০০/- টাকা
৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শূন্যপদ - ৫টি
যোগ্যতা - পি এইচ ডি ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর বা উচ্চ মানের দ্বিতীয় শ্রেণীর নম্বর সহ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। NET/SET পরীক্ষা ক্লিয়ার থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৭,৭০০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ ও স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে UBKV এর অফিসিয়াল ওয়েবসাইট www.ubkv.ac.in এর মাধ্যমে ১৩ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি এর ক্ষেত্রে ৫০০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় in favour of ' UTTAR BANGA KRISHI VISWAVIDYALAYA ' অথবা SWIFT/NEFT করতে হবে -
Account Holder: UTTAR BANGA KRISHI VISWAVIDYALAYA
Bank - State Bank of India
A/c No.11323855619
IFSC Code - SBIN0000058
Branch - Sagardighi Square, Cooch Behar, West Bengal - 736101
টাকা জমা করার রিসিট ও আবেদন পত্রের প্রিন্ট কপি প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyalaya, Pundibari, Cooch behar, West Bengal, Pin - 736165 '
খামের উপর কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি অবশ্যই লিখতে হবে ("Application Form for the post of ........., Category........")
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন UBKV এর অফিসিয়াল ওয়েবসাইট www.ubkv.ac.in ।