ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে সুপারভাইজার এবং ড্রাফটসম্যান পদে মোট ৫০২ জন কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ১২ এপ্রিল, ২০২১ এর মধ্যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে। লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ১৬ মে, ২০২১।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ ডাউনলোড লিঙ্ক

যোগ্যতা

(১) সুপারভাইজারঃ আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপে ৩ বছরের ডিপ্লোমা পাশ। অটো ক্যাড, জেরক্স, প্রিন্টিং ও ল্যামিনেশন মেশিনে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১২ এপ্রিল, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

(২)ড্রাফটসম্যানঃ কমার্স / স্ট্যাটিস্টিকস / বিজনেস স্টাডিজ / পাবলিক অ্যাডমিনিস্ত্রেসান / ইকনমিক্স এ গ্র্যাজুয়েট এবং লজিস্টিকস / মেটেরিয়াল ম্যানেজমেন্ট / ওয়্যারহাউস ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকতে হবে। স্টোর হ্যান্ডলিং এবং অ্যাকাউন্তস এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা দরকার।

অথবা, কমার্স / স্ট্যাটিস্টিকস / বিজনেস স্টাডিজ / পাবলিক অ্যাডমিনিস্ত্রেসান / ইকনমিক্স এ মাস্টার্স এবং স্টোর হ্যান্ডলিং এবং অ্যাকাউন্তস এর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শূন্যপদ

সুপারভাইজার পদে ৪৫০ টি। ড্রাফটসম্যান পদে ৫২ টি। বেতনক্রম – ৩৫,৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ১৬ মে, ২০২১।

অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নিতে হবে। মোট ২ ঘণ্টার লিখিত পরীক্ষায় ১০০ টি প্রশ্ন থাকবে। মোট ২৫ টি করে অবজেক্টিভ টাইপের  প্রশ্ন থাকবে এই সকল বিষয়ে-  (1) General Intelligence & Reasoning (2) General Awareness & General English (3) Numerical Aptitude (4) Specialised Topic । কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ১২ এপ্রিল, ২০২১ এর মধ্যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের ফি ১০০ টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট / ক্রেডিট কার্ড / নেট ব্যাংকিং এর মাধ্যমে। মহিলা / এস সি /এস টি / প্রতিবন্ধী / এক্স সার্ভিসম্যান প্রার্থীদের কোনও ফি লাগবে না।

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট

 

 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ