ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ জেনারেল ইন্সিওরেন্স কর্পোরেশান অফ ইন্ডিয়া অফিসার পোস্টে কর্মী নিয়োগ করবে। নিয়োগ করা হবে Assistant Manager (Scale I) পদে। আবেদন করতে হবে অনলাইনে জেনারেল ইন্সিওরেন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে ২৯ মার্চ, ২০২১ এর মধ্যে।

গুরুত্বপূর্ণ তারিখ

শাখা অনুযায়ী শূন্যপদ ও যোগ্যতা  

শাখা

শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা

বয়স (১/২/২০২১ অনুযায়ী)

GENERAL

১৫

৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট (55% for SC/ST)

২১ থেকে ৩০ (Age Relaxation- SC,ST-5 Years, OBC-3 years & PWD- 10 years)

INSURANCE

১০

৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট (55% for SC/ST) + General Insurance/ Risk Management/ Life

Insurance/ FIII/ FCII এ ডিগ্রি / ডিপ্লোমা

২১ থেকে ৩০ (Age Relaxation- SC,ST-5 Years, OBC-3 years & PWD- 10 years)

FINANCE CHARTERERED

 

ACCOUNTANTS

১৫

৬০% নম্বর সহ গ্র্যাজুয়েট (55% for SC/ST) + Institute of Chartered Accountants of India র ফাইনাল পরীক্ষা পাশ

২১ থেকে ৩০ (Age Relaxation- SC,ST-5 Years, OBC-3 years & PWD- 10 years)

LEGAL

৬০% নম্বর সহ  ল’ গ্র্যাজুয়েট (55% for SC/ST) + অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে

২১ থেকে ৩০ (Age Relaxation- SC,ST-5 Years, OBC-3 years & PWD- 10 years)

TOTAL

৪৪

 

 

 

নিয়োগ পদ্ধতি

অনলাইন টেস্ট, গ্রুপ ডিসকাসন এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে। আসানসোল, হুগলী, শিলিগুড়ি ও কলকাতায় অনলাইন পরীক্ষা কেন্দ্র রয়েছে।  অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ মে, ২০২১।

সিলেবাস 

পোস্টিং হবে মুম্বাই তে। শুরুতে মাসিক বেতন প্রায় ৬৫,০০০ টাকা। এছাড়াও অন্যান্য ভাতা রয়েছে।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে জেনারেল ইন্সিওরেন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে ২৯ মার্চ, ২০২১ এর মধ্যে। যে কোনও একটি শাখার জন্য আবেদন করা যাবে। আবেদনের ফি ৮৫০ টাকা (SC, ST, PWD এবং মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না)। আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন জেনারেল ইন্সিওরেন্স এর অফিসিয়াল ওয়েবসাইট

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ