বন্ধন ব্যাঙ্কে কর্মী নিয়োগ
বন্ধন ব্যাঙ্ক ফ্রেসার এবং অভিজ্ঞ কর্মী নিয়োগ করছে। আবেদন করতে হবে অনলাইনে সরাসরি ব্যাঙ্কের ওয়েবসাইটে।
ব্যাঙ্কের মূল ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গেলে একটি ফর্ম দেখতে পাবেন। সেই ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে।
তবে ফর্ম ফিল আপ এর আগে নিজের আপডেটেড CV তৈরি করে রাখবেন, কারন ফর্ম ফিল আপ এর সময় এই সিভি আপনাকে আপলোড করতে হবে।