ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg
স্কিল বেঙ্গল ডেস্ক : কৃষি গবেষণা সংস্থা 'ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যনেজমেন্টে' ইয়াং প্রফেশনাল পোস্টে কর্মী নিয়োগ করা হবে। ( advertising no : 2-523/16-AI/Vol.VII )। আবেদন করতে হবে ১৫ মে, ২০২১ এর মধ্যে সংস্থার ই- মেল আই ডি তে।
 

পোস্ট অনুযায়ী যোগ্যতা এবং শূন্যপদ

          পোস্ট-  ইয়াং প্রফেশনাল - II

এখানে ডিভিশন / সেকশন / প্রোজেক্ট অনুযায়ী দেওয়া হল। 

১) ডিভিশন - XSM
শিক্ষাগত যোগ্যতা - Agricultural Science  অথবা   Agricultural Extension - এ পোস্ট গ্রাজুয়েট। 
মোট শূন্যপদ - ০১
 
২) ডিভিশন - ABM
 শিক্ষাগত যোগ্যতা - Agricultural Science / Agricultural Economics / Agricultural Extension / Agribusiness -এ পোস্ট গ্রাজুয়েট।
মোট শূন্যপদ - ০১
 
৩) ডিভিশন - Institute Project 
শিক্ষাগত যোগ্যতা - Agricultural Economics / Agricultural Statistics / Agribusiness Management -এ পোস্ট গ্রাজুয়েট। 
মোট শূন্যপদ - ০১
 
৪) ডিভিশন -  PGDETM
শিক্ষাগত যোগ্যতা - Computer Application -এ মাস্টার্স। 
মোট শূন্যপদ - ০১
 
 
৫) ডিভিশন - TELAgE Lab
    শিক্ষাগত যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এ ৪ বছরের ডিগ্রি পাশ। 
মোট শূন্যপদ - ০১ 
 
৬) ডিভিশন - GIS Activities at ICM Division
শিক্ষাগত যোগ্যতা - Computer Application / Information Technology / Computer Science - এ মাস্টার্স। 
মোট শূন্যপদ - ০১
 
৭) ডিভিশন - Institute Project 
শিক্ষাগত যোগ্যতা - Computer Science / Information Technology / Computer Application / Artificial intelligence / Operating systems / Software Engineering / Computer Graphics -এ ৪ বছরের ডিগ্রি পাশ অথবা মাস্টার্স। 
মোট শূন্যপদ - ০১
 
৮) ডিভিশন - Krishi Project 
  শিক্ষাগত যোগ্যতা - Computer Science / Information Technology - তে ৪ বছরের ডিগ্রি পাশ অথবা মাস্টার্স। 
মোট শূন্যপদ - ০১
 
৯ ) ডিভিশন - ICM Division 
শিক্ষাগত যোগ্যতা - Engineering / Computer Science / Information Technology / Computer Application - এ গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট পাশরা আবেদনের যোগ্য। 
 
উল্লিখিত সবকটি পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে। এবিষয়ে বিস্তারিত তথ্য পাবেন অফিশিয়াল ওয়েবসাইটে।
ওপরের সবকটি পোস্টের ক্ষেত্রে শুরুতে মাসিক বেতন - ৩৫,০০০/- টাকা। 
 
        

নিয়োগ পদ্ধতি

অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। কোনো লিখিত পরীক্ষা হবে না। তবে যদি অধিক আবেদন জমা পড়ার কারণে প্রার্থী বাছাইয়ে অসুবিধা হয় তবে অনলাইনেই লিখিত পরীক্ষা বা স্কিল টেস্ট নেওয়া হতে পারে।
 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে ই-মেল এ ১৫/০৫/২০২১ এর মধ্যে। ই -মেল আইডি - ypinterviewnaarm@gmail.com। 
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে NAARM -এর অফিশিয়াল ওয়েবসাইটে। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ