লাইব্রেরী তে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন - এ কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট http://rrrlf.gov.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - The Director General, Raja Rammohun Roy Library Foundation, Block - DD-34, Sector - I, Saltlake City, Kolkata - 700064।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট http://rrrlf.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।