রেলের এন টি পি সি নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি
স্কিল বেঙ্গল ডেস্কঃ রেলের এন টি পি সি গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের (CEN 01/2019) দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি, ২০২২ এ।
প্রথম ধাপের পরীক্ষায় যে রোল নম্বর ছিল সেই একই রোল নম্বর থাকবে দ্বিতীয় ধাপের পরীক্ষাতেও - এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, রেলের এন টি পি সি গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের প্রথম ধাপের পরীক্ষা নেওয়া হয়েছিল মোট ৭ টি দফায় - ২৮ ডিসেম্বর, ২০২০ থেকে ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত।
CEN 01/2019(NTPC)- RAILWAY CLARIFICATION ON NTPC CBT-1 RESULTS Click here
CEN 01/2019(NTPC)- CBT-I Result Click here