ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট থেকে। পরীক্ষার্থীর সংখ্যা ১ কোটিরও বেশি হওয়ায়  কোভিড বিধি মেনে ১৭ আগস্ট থেকে পরপর অনেকগুলো ধাপে এই পরীক্ষা (CEN No RRC- 01/2019 (level -1 Posts)) নেওয়া হবে।

আরও পড়ুনঃ 

 

লিখিত পরীক্ষার সিলেবাস

মোট ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষায় জেনারেল সায়েন্সে ২৫ নম্বর, ম্যাথ এ ২৫ নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এ ৩০ নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ারস এ থাকবে ২০ নম্বর। সময় থাকবে ৯০ মিনিট। 

প্রসঙ্গত, রেলে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৯ এর ১২ মার্চ। মোট শূন্যপদ - 1,03,769  টি। 

লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং বিস্তারিত সিলেবাস জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট

https://indianrailways.gov.in/  বা কলকাতা জোনের ওয়েবসাইট - https://www.rrbkolkata.gov.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ