ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রেডিও প্রোডাকশন কোর্সে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কোর্স করানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড কালচার বিভাগের তত্ত্বাবধানে।

আরও পড়ুন -  রাজ্যের পুরসভাগুলিতে কয়েকশ কর্মী নিয়োগ

 

কোর্সের মেয়াদ ৬ মাস। সান্ধ্যকালীন কোর্স।  সপ্তাহে ৩ দিন সন্ধ্যে ৫ টা থেকে ৭ টা পর্যন্ত ক্লাস।  যে কোনো শাখাতে উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। কর্মরত বা অন্যান্য কোনও কোর্স করার পাশাপাশি এই কোর্স করা যাবে। 


আসন সংখ্যা - ৩০টি। কোর্স ফি ১৫ হাজার টাকা। 

আরও পড়ুন - কয়েক হাজার শূন্যপদে সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন কাউন্টার থেকে নিয়ে জমা করতে হবে এই ঠিকানায় - ' the office of School of Media, Communication and Culture, UG Arts building, Ground floor, near gate no. 4, JU ' (সোম থেকে শুক্র দুপুর ১২টা - ৩টে পর্যন্ত)। আবেদন পত্রের মূল্য ৫০/- টাকা।

অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Now

নির্বাচন পদ্ধতি

কোর্সের জন্য ছাত্রছাত্রীদের নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। 


সূত্র অনুযায়ী, লিখিত পরীক্ষা হবে ২৩ এপ্রিল, ২০২২ তারিখে দুপুর ২টোর সময়। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্ট সিলেক্টেড ছাত্রছাত্রীদের নামের তালিকা প্রকাশিত করা হবে ২ এপ্রিল, ২০২২।
ইন্টারভিউ নেওয়া হবে ৭ এপ্রিল, ২০২২ তারিখে বেলা ১২টা থেকে।
চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের নামের তালিকা প্রকাশিত করা হবে ১৩ এপ্রিল, ২০২২ তারিখে বিকেল ৪টের সময়।
প্রতিটি নামের তালিকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.jaduniv.edu.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ