ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রেলের এন টি পি সি পরীক্ষার (CEN 01/2019) ফর্ম ফিল আপের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হল। যারা এই নিয়োগের প্রথম ধাপের (CBT-1 ) পরীক্ষায় বসেছিলেন তারা টাকা ফেরত পাবেন।

আবেদন করতে হবে ৩১ আগস্ট, ২০২১ এর মধ্যে এই লিঙ্কে-  CLICK HERE

লিঙ্ক ওপেন হবে ১১ আগস্ট,২০২১  সকাল ১০ টায়।

কারা কত টাকা ফেরত পাবেন

ক্যাটেগরি টাকার পরিমান
SC/ST/ExSM/PwBD/Female/Minority/EBC/ Transgender ২৫০ টাকা
others  ৪০০ টাকা

 টাকা ফেরত পেতে গেলে কি করতে হবে

১) ওয়েবসাইট এর লিঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে হবে

অফিসিয়াল লিঙ্ক -  CLICK HERE

২) ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নম্বর এবং ই মেল আই ডি দিয়েছিলেন সেখানে ও টি পি (লগ ইন করার জন্য) পাঠিয়ে দেওয়া হবে রেল রিক্রুটমেন্ট বোর্ডের তরফে। 

৩) সাবমিট করার আগে দেখে নেবেন ঠিক আছে কিনা এই সকল তথ্য - Bank Account Number, Name and IFSC Code। কারণ একবার সাবমিট করে দিলে সংশোধনের কোনও সুযোগ পাবেন না। 

মনে রাখতে হবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেবলমাত্র একজনের টাকা ফেরত দেওয়া হবে। তাই একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিক পরীক্ষার্থীর ব্যবহার করা উচিত নয়। 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট http://www.rrbcdg.gov.in/ । 

অফিসিয়াল বিজ্ঞপ্তি

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ