ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে  ২০২o-২১ শিক্ষাবর্ষে পোস্ট গ্র্যাজুয়েট  ডিগ্রী কোর্সে ভর্তি নেওয়া হবে।অ্যাডমিশন নোটিশ নম্বর - RBU/CDOE/ADV/2021/39। 

সিবিসিএস মোডের সেমেস্টার ফরম্যাটে পি জি কোর্সগুলি পড়ানো হবে। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদন করা যাবে ১৭আগস্ট ,২০২১ থেকে ১৬সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত।

আসন সংখ্যা সীমিত। আগে এলে আগে সুযোগ এই ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

 অফিসিয়াল বিজ্ঞপ্তি - click here

যে যে বিষয়গুলি তে ভর্তি নেওয়া হবে- 


১)বাংলা
২) সংস্কৃত
৩) পরিবেশ বিজ্ঞান
৪) এম এস ডব্লিউ
৫) ভোকাল মিউজিক
৬) রবীন্দ্র সংগীত

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডিসটেন্স শাখা কলকাতা, সল্টলেকের মেন ক্যাম্পাস ছাড়াও পশ্চিমবঙ্গের আরো অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহযোগে আর বি ইউর ডিসটেন্স এডুকেশন সেন্টার হিসেবে এই কোর্সগুলি পড়ানো হবে।
নিম্নে সেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির তালিকা দেওয়া হল -

স্টাডি সেন্টার - CLICK HERE

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। ওয়েবসাইট হল - https://www.rbudde.in/ । আবেদন করা যাবে ১৭আগস্ট ,২০২১ থেকে ১৬সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট  https://www.rbudde.in/  বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে -director.cdoe@rbu.ac.in বা ফোন করতে পারেন এই নম্বরে - (০৩৩) ২৩৫৮ ৪০১৪/৪০১৬/৪০১৮।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ