ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতা সহ সারা দেশে অবস্থিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঞ্চলিক অফিসে মোট  ৯৫০ জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। কলকাতা অফিসে চাকরি পেতে গেলে বাংলা ভাষায় দক্ষতা থাকতেই হবে। শুরুতে মাসিক বেতন - ৪৫,০৫০/- টাকা। 

অনলাইন পরীক্ষা এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। পরীক্ষা নেওয়া হবে আগামী ২৬ মার্চ। কয়েক মাসের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে, এমনটাই সূত্রের খবর। 

এখন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে RBI এর অফিসিয়াল ওয়েবসাইটে ৮ মার্চ, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


মোট শূন্যপদ - ৯৫০টি
কলকাতার ক্ষেত্রে শূন্যপদ - ২৬টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা থাকতে হবে। পাশাপাশি আঞ্চলিক ভাষায় লেখা, পড়া এবং কথা বলাতে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২ ফেব্রুয়ারি, ১৯৯৪ সাল থেকে ১ ফেব্রুয়ারি, ২০০২ সালের মধ্যে।
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর, প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর এবং অন্যান্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি


প্রিলিমিনারী, মেন পরীক্ষা ও ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্টের (LPT) মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। মোট ১০০ নম্বরের প্রিলি পরীক্ষার সময় সীমা ১ঘণ্টা। মেন পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের ও সময় সীমা ২ ঘণ্টা ১৫ মিনিট। দুটি ক্ষেত্রেই MCQ টাইপ প্রশ্ন করা হবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ১/৪ অংশ নম্বর কাটা যাবে। প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজি ভাষাতে হবে। প্রিলি ও মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে LPT পরীক্ষা দিতে পারা যাবে। 

প্রিলি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৬ ও ২৭ মার্চ, ২০২২।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রিলি পরীক্ষার পরীক্ষাকেন্দ্র হিসেবে যে স্থানগুলি আছে সেগুলি হল - কলকাতা, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি ও আসানসোল।

মেন পরীক্ষার সম্ভাব্য সময় মে ২০২২।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেন পরীক্ষার পরীক্ষাকেন্দ্র হিসেবে যে স্থানগুলি আছে সেগুলি হল - কলকাতা, গ্রেটার কলকাতা,শিলিগুড়ি ও আসানসোল।
পরীক্ষার অ্যাডমিট কার্ড এপ্রিল ২০২২ এ ওয়েবসাইটে প্রকাশিত হতে পারে।
পরীক্ষার আগে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে প্রি-এক্সামিনেশন ট্রেনিং এর ব্যবস্থা আছে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে RBI এর অফিসিয়াল ওয়েবসাইট -  https://opportunities.rbi.org.in/  এ ৮ মার্চ, ২০২২ এর মধ্যে।
আবেদন করার পূর্বে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন মূল্য ইন্টিমেশন চার্জ বাবদ ৪৫০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স - সার্ভিসম্যান/প্রতিবন্ধী এর ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ৫০/- টাকা জমা করতে হবে। টাকা জমা করতে হবে অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ IMPS/মোবাইল ওয়ালেট ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RBI এর অফিসিয়াল ওয়েবসাইট - www.rbi.org.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ