ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 3A/2021-22। সকলেই আবেদনের যোগ্য।

আরও পড়ুন - ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে চাকরি


আবেদন করতে হবে অনলাইনে ১৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাজ ভাষা)


মোট শূন্যপদ - ৬টি
যোগ্যতা - হিন্দি ভাষায় দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী/ইংরেজি বিষয় সহ হিন্দি ভাষায় অনুবাদে ব্যাচেলর ডিগ্রী/হিন্দি বিষয় সহ ইংরেজি ভাষায় দ্বিতীয় শ্রেণীর  মাস্টার্স ডিগ্রী ও অনুবাদে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ব্যাচেলর ডিগ্রীতে হিন্দি ও ইংরেজি বিষয় সহ সংস্কৃত/ইকোনমিকস/কমার্সে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী ও অনুবাদে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ইংরেজি ও হিন্দি/হিন্দি অনুবাদে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।

আরও পড়ুন - = কোন যোগ্যতায় কারা চাকরির ফর্ম ফিলাপ করতে পারবেন


বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে। 


বেতনক্রম - ৪৪,৫০০/- টাকা - ৮৯,১৫০/- টাকা (৯০,১০০/- টাকা)

আরও পড়ুন এনএলসি ইন্ডিয়া লিমিটেডে মোট ৩০০জন ট্রেনি নিয়োগ


নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষা দুটি ধাপে অনলাইন ও অফলাইনে মিলিত ভাবে হবে। প্রথম ধাপ অনলাইনে হবে। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে।
দ্বিতীয় ধাপ অফলাইনে হবে।

২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোটোকল ও সিকিউরিটি)


শূন্যপদ - ৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে আর্মি/নেভি/এয়ার ফোর্সে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ মার্চ, ২০২২ অনুযায়ী ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

এই প্রতিবেদনে ৫ টি চাকরির খবর একসঙ্গে পাবেন


বেতনক্রম - ৪৪,৫০০/- টাকা - ৮৯,১৫০/- টাকা (৯০,১০০/- টাকা)
নির্বাচন পদ্ধতি - অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই প্রশ্নপত্র হিন্দি এবং ইংরেজি ভাষাতে করা হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে।
পরীক্ষার দুই সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে RBI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

পরীক্ষার সিলেবাস, নম্বর প্রভৃতি বিস্তারিত জানতে দেখুন RBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in
লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২১ মে, ২০২২।


কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হবে।


আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে RBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.rbi.org.in/  এ ১৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে।আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

ইন্টিমেশন চার্জ বাবদ আবেদন মূল্য ৬০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ১০০/- টাকা জমা করতে হবে। টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/IMPS ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.rbi.org.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ