রিজার্ভ ব্যাঙ্কে গ্রেড- বি অফিসার পোস্টে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান রিজার্ভ ব্যাঙ্ক ‘গ্রেড- বি’ অফিসার পোস্টে ৩২২ জন কর্মী নিয়োগ করবে।
আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২১।
পরীক্ষার তারিখ
Events | Important Dates** | |
Website Link Open For Online Registration of Applications and Payment of Fees/Intimation Charges | January 28, 2021 to February 15, 2021 | |
1. Officers in Gr B (DR)- General | Phase-I – Online Examination | March 6, 2021$ |
Phase-II – Paper I, II & III Online Examination | April 1, 2021 | |
2. Officers in Gr B (DR) – DEPR* | Phase I – Paper – I – Online Examination | March 6, 2021 |
Phase II – Paper – II & III Online/Written Examination | March 31, 2021£ (To be confirmed in Admit cards) |
|
3. Officers in Gr B (DR)- DSIM@ | Phase I – Paper – I – Online Examination | March 6, 2021 |
Phase II – Paper – II & III Online/Written Examination | March 31, 2021£ (To be confirmed in Admit cards) |
শূন্য পদ
Posts | Number of Vacancies | |||||
Unreserved i.e., General (GEN/UR) | Scheduled Castes (SC) | Scheduled Tribes (ST) | Other Backward Classes (OBC) $ | EWSs@ | TOTAL | |
1. Officers in Grade ‘B’(DR)- General | 108 | 49 | 27 | 59 | 27 | 270 |
2. Officers in Grade ‘B’(DR)- DEPR | 13 | 5 | 3 | 6 | 2 | 29 |
3. Officers in Grade ‘B’(DR)- DSIM | 9 | 5 | 5# | 3 | 1 | 23 |
শিক্ষাগত যোগ্যতা
অফিসার গ্রেড বি জেনারেল : কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট। তফসিলি ও প্রতিবন্ধী দের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলেই হবে। অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ যে কোনও শাখায় পোস্ট গ্র্যাজুয়েট। তফসিলি ও প্রতিবন্ধী দের ক্ষেত্রে পাশ নম্বর থাকলেই হবে।
অফিসার গ্রেড বি (DEPR) : কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ Economics / Econometrics / Quantitative Economics / Mathematical Economics / Integrated Economics Course/ Finance এ পোস্ট গ্র্যাজুয়েট। অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ PGDM/ MBA Finance পোস্ট গ্র্যাজুয়েট। তফসিলি ও প্রতিবন্ধী দের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলেই হবে।
অফিসার গ্রেড বি (DSIM): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট(Statistics/ Mathematical Statistics/ Mathematical Economics/ Econometrics/ Statistics & Informatics from IIT-Kharagpur/ Applied Statistics & Informatics from IIT-Bombay) অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (Business Analytics (PGDBA) jointly offered by ISI Kolkata, IIT Kharagpur and IIM Calcutta) অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ অঙ্কে মাস্টার ডিগ্রি অথবা, কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ এম স্ত্যাট ডিগ্রি। তফসিলি ও প্রতিবন্ধী দের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলেই হবে।
বয়স
০১/০১/২০২১ এর হিসেবে ২১ থেকে ৩০ বছর। তপসিলি প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম- ১৩,১৫০ টাকা থেকে ৩৪,৯৯০ টাকা।
নিয়োগ পদ্ধতি- অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বর (ইংরেজি ৩০, রিজনিং ৩৫ ও নিউমেরিকাল এবিলিটি ৩০)থাকবে। সময় ১ ঘণ্টা। পাশ করলে মেন পরীক্ষায় ডাকা হবে। অনলাইন মেন পরীক্ষায় ২০০ নম্বর (ইংরেজি ৪০, রিজনিং ৪০, নিউমেরিকাল এবিলিটি ৪০, জেনারেল আওারনেস ৪০ ও কমপু টার নলেজে ৪০)থাকবে। সময় ২ ঘণ্টা। এরপর স্থানীয় ভাষার টেস্ট হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদন ফি
Sr. No. | Category | Charges | Amount* |
1. | SC/ST/PwBD | Intimation Charges only | ₹ 100/- |
2. | GEN/OBC/EWSs | Application fee including intimation charges | ₹ 850/- |
3. | STAFF@ | Nil | Nil |
*Bank/Transaction charges are to be borne by the candidate. |
অনলাইনে আবেদন করতে হলে আবেদনকারীর ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই।পরীক্ষার যাবতীয় তথ্য আবেদনকারীর ই-মেল আইডি ও মোবাইল নম্বর এ পাঠানো হবে, তাই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ই-মেল আইডি ও মোবাইল নম্বর পরিবর্তন করা উচিত নয়। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।