পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে শতাধিক কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসার ও ম্যানেজার পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ আগস্ট, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অফিসার (ফায়ার - সেফটি)
শূন্যপদ - ২৩টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ৬৩,৮৪০/- টাকা
২) ম্যানেজার (সিকিউরিটি)
শূন্যপদ - ৮০টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৮,১৭০/- টাকা - ৬৯,৮১০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদনপত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ অথবা অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩০ আগস্ট, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে PNB এর অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in লিঙ্কের মাধ্যমে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' CHIEF MANAGER (RECRUITMENT SECTION), HRD DIVISION, PUNJAB NATIONAL BANK, CORPORATE OFFICE, PLOT NO. 4, SECTOR - 10, DWARKA, NEW DELHI - 110075 '।
খামের উপর লিখতে হবে - ' Application for the post of POST -___'। আবেদন পত্রের সাথে আবেদন মূল্য জমা করার রিসিট অবশ্যই পাঠাতে হবে।
আবেদন মূল্য ১০০৩/- টাকা।
তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ৫৯/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে।
A/c Name - RECRUITMENT OF FIRE SAFETY OFFICERS AND SECURITY MANAGERS PROJECT 2022 - 23
A/c No. 9762002200000415
IFSC Code - PUNB0976200
আবেদনকারী কেবলমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন PNB এর অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in।