ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ! ২০১৭' র প্রাইমারি টেট এর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ফলাফল জানতে পারবেন নীচে দেওয়া ২ টি ওয়েবসাইট থেকে - 

১) http://www.wbbpe.org/ 

২) https://wbbprimaryeducation.org/  

 

RESULT OF TET-2017-EXAMINATION, CONDUCTED BY WBBPE.   

ফলাফল জানতে এখানে ক্লিক করুন

 

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ২০১৭ সালে ফর্ম পূরণ করে পরীক্ষা নেওয়া হয়েছিল ২০২১ সালের ৩১ জানুয়ারি। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। এর মধ্যে বৈধ পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ৯০ হাজারের মত। যে সমস্ত পরীক্ষার্থী পাশ করলেন তারা এবার নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবেন। 

Click here RESULT OF TET-2017-EXAMINATION, CONDUCTED BY WBBPE

NOTIFICATION OF PUBLICATION OF THE RESULT OF THE TEACHER ELIGIBILITY TEST (TET) (PRIMARY I TO V)-2017-EXAMINATION, HELD OFFLINE ON JANUARY 31, 2021 THROUGHOUT THE STATE OF WEST BENGAL CONDUCTED BY WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ