Primary TET: আদালতের নির্দেশ অনুযায়ী ৮২ পাওয়া পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ২০১৭র তালিকায় রিজার্ভ ক্যাটেগরিতে থাকা টেট পরীক্ষার্থীদের নম্বর প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানিয়ে দেওয়া হল রিজার্ভ ক্যাটেগরিতে থাকা এই সমস্ত পরীক্ষার্থীও টেট পাস করেছেন। আদালতের নির্দেশেই এই বিজ্ঞপ্তি জারি, এমনটাই জানিয়েছে পর্ষদ।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর এক মামলার রায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পর্ষদ কে ২০১৭র টেট পাশ পরীক্ষার্থীদের নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ দেন। সেই রায় অনুযায়ী গত কালই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৭র টেট পাশ পরীক্ষার্থীদের নাম, রোল নম্বর এবং ক্যাটেগরি সহ মার্কস তালিকার আকারে প্রকাশ করেছে।
পাশাপাশি ঐ রায় তেই নির্দেশ দেওয়া হয় যারা ১৫০ এর মধ্যে ৮২ পেয়েছেন তারাও পাশ করেছেন, তাই তাদের নামের তালিকাও আজ প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
২০১৭র টেট পরীক্ষায় ৮২ পাওয়া পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা – SEE PDF file
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর অফিসিয়াল ওয়েবসাইট - https://www.wbbpe.org/ ।